০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

( জুলাই শহীদদের খুনিকে প্রমোশন ‘) তীব্র নিন্দা ও ধিক্কার জানাই সেই সাথে আন্দোলনের ডাক আসছে… _মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার_

Reporter Name
  • Update Time : ০১:০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ৯৭ Time View
নিপ
বিটিভি নিউজের দায়িত্বে ” হাসিনাস ম্যান ” ফরিদুজ্জামান

ছাত্র- জনতার গণ-অভ্যুত্থানের ১বছর অতিবাহিত না হতে একমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম চ্যানেল বাংলাদেশ টেলিভিশন এ ফিরে এল ফ্যাসিবাদ। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে কোনো একদিন ছাত্রজনতার প্রাণের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তিনির চাওয়ায় দ্রুত সময়ের মধ্যে চালু করা হয় নিউজ নামের আলাদা আরেকটা টিভি চ্যানেল ‘ বিটিভি নিউজ ” নামে। দূর্ভাগ্যের বিষয় হলেও সত্যিকার অর্থে জুলাই ২০২৪- এ ছাত্রজনতার হত্যায় ইন্দনদাতাদের অন্যতম কুশীলব বিটিভি নিউজের তৎকালীন বার্তা প্রদান স্বৈরাচার খুনি মাফিয়া হাসিনার আস্থাভাজন সেই দুষ্কৃতকারী দোসর মুন্সী ফরিদুজ্জামানকে সম্প্রতি দেয়া হয় বিটিভি নিউজের প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব। এতে হতবাক গণমাধ্যম সংশ্লিষ্টরা। তাদের ভাষায় যেখানে ফরিদুজ্জামানের কথা আজ জেলে বা পলাতক স্বৈরাচারী দোসর হয়ে সেখানে আজ উল্টো তাকে ফুলেল শামিয়ানা লালগালিচার লাল গোলাপের পুষ্প ছিটিয়ে বরণ করে নিয়ে দেওয়া হলো প্রমোশন। এতে কী অবস্থা দাঁড়ালো। জুলাই বিপ্লবের যেসমস্ত বীর শহীদদের প্রতি কেমন আচরণ করা হয়েছে। জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণা ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জুলাই শহীদ যোদ্ধা ও আহত পূঙ্গত্ব যোদ্ধা ছাত্র জনতা- গরীব দিনমজুর খেটে খাওয়া সকল শ্রমিকসহ ছাত্রজনতার সাথে এধরণের আচার-আচরণ করা কী ঠিক হলো। আমি মনে করি সকল বীর জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রজনতার অপমানিত ও অপদস্থ করেই ক্লান্ত হয়নি। জুলাইয়ের সকল অর্জনকে অস্বীকার করে শেষমেশ স্বৈরাচারী পেরেক দিয়ে আমাদের সকলের বুকের মধ্যে চুরি চাকু চালিয়ে ২০২৪- এ জুলাইকে বিসর্জ্জন দিয়ে আরেকটি গণকবরে রুপান্তরিত করা হয়েছে জুলাইকে।

তাছাড়া দীর্ঘ দিনের পর দিন যে লোকটা অত্যন্ত সুনাম অর্জন করে বিটিভিতে চাকুরী করে আসছিল মেধাবী প্রখর সর্বগুণেগুণান্বিত, এধরণের সর্বাধিক যোগ্যতার মাপকাঠি অনুযায়ী যেলোক সে হচ্ছে সফিউল্লাহ সুমন। তাঁহাকে এই স্বৈরাচারী দোসর দুষ্কৃতকারী কুলাঙ্গার যাদের হাতের মুঠোয় এখনও আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধাদের রক্তের দাগের নিশান চিহ্ন সংরক্ষিত সেই দুষ্কৃতকারী দোসরদের  আক্রমণ স্বৈরাচারী কালথাবার রোষানলে নিপীড়নের শিকার হয়ে সফিউল্লাহ সুমনকে সম্পুর্ন অন্যায় মিথ্যা ষড়যন্ত্রের চক্রান্তের জালে জড়িয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে ‘ সেই বিষয়টি কোনোভাবেই মেনে নেয়ার মতন সুযোগ নেই। এসমস্ত ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই। সোজা আঙুল দিয়ে আর নয়! এখনই সেই সময়টি পুনরায় আবারও দিচ্ছে ডাক  হাতছানি দিচ্ছে ‘ জাগো এসো, জাগো কাঁধে কাঁধ মিলাও না হয় স্বৈরাচার জাগছে,সামনের দিকে ঘুরে ফিরে অমাবস্যার আঁধারে রাতের রশ্মি দেখা যাচ্ছে। জুলাই হাতছাড়া হয়ে যাচ্ছে। গুটিকয়েক মীরজাফর বেঈমান অপর কুলাঙ্গারদের স্বার্থের নিশানি জলাঞ্জলী কোপে বলি হচ্ছে জুলাই।

হুশিয়ার করে দিচ্ছি আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর যদি খেলার খায়েশ থাকে তাহলে ওপেন চলে আসুন। বলতে চাই সময় থাকতে সফিউল্লাহ সুমন এর চাকুরী আগামী ২৪ ঘন্টার মধ্যেই ফিরিয়ে দিতেই হবে। এর চুড়ান্ত সীমা রেখা দেখা হবে চিন্তা করবেন না। গরীব দিনমজুর খেটে খাওয়া শ্রমিক থেকে শুরু করে সকলের ঘামে জড়ানো সেই টাকার অর্থে পরিচালিত রাষ্ট্রের একমাত্র গণমাধ্যম টিভি বাংলাদেশ টেলিভিশন বিটিভিকে পুনরুদ্ধার করা হবেই। দালাল মীরজাফরদের মুখোশ উন্মোচন হবে। কষ্ট ব্যতিক্রম ঘটিয়ে হলেও জীবনের বিনিময়ে সেই জুলাই বিপ্লবের বিজয়ের অর্জন ও শহীদদের রক্তকে অপমানিত করতে দেয়া হবেনা। বিটিভিকে রক্ষা করতেই হবে মাঠে নামতে হবেই  সবকিছুই মিলিয়ে আসছে কর্মসূচি ইনশাআল্লাহ।

বিটিভির সূত্রগুলো জানায়, বিটিভিতে বিভিন্ন বিভাগে যেসব ফ্যাসিবাদী সিন্ডিকেট এখনও বহাল রয়েছে, তার মধ্যে বার্তা বিভাগের সিন্ডিকেটের মূল হোতা হিসেবে রয়েছেন, ড. সৈয়দা তাসমিনা আহমেদ, মুন্সী ফরিদুজ্জামান এবং মো. জাহিদুল ইসলাম। পর্যবেক্ষকরা মনে করেন, বিটিভির মতো রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে যদি এখনো ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও দুর্নীতিবাজরা বহাল থেকে যায় এবং তাদের অপসারণে উদ্যোগ না নেয় হয়, তাহলে সময় ও সুযোগ বুঝে তারা অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলে দেবে। তথ্য মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষের উচিৎ, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যথাযথ তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া। শুধু তদন্ত কিংবা বিটিভির অন্যত্র বদলি করলেই হবে না, ফ্যাসিবাদের এই দোসরদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

প্রতিষ্ঠাতা সভাপতি : ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন – লেখক কলামিস্ট : ও ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাপোস্ট |

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

( জুলাই শহীদদের খুনিকে প্রমোশন ‘) তীব্র নিন্দা ও ধিক্কার জানাই সেই সাথে আন্দোলনের ডাক আসছে… _মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার_

Update Time : ০১:০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
নিপ
বিটিভি নিউজের দায়িত্বে ” হাসিনাস ম্যান ” ফরিদুজ্জামান

ছাত্র- জনতার গণ-অভ্যুত্থানের ১বছর অতিবাহিত না হতে একমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম চ্যানেল বাংলাদেশ টেলিভিশন এ ফিরে এল ফ্যাসিবাদ। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে কোনো একদিন ছাত্রজনতার প্রাণের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তিনির চাওয়ায় দ্রুত সময়ের মধ্যে চালু করা হয় নিউজ নামের আলাদা আরেকটা টিভি চ্যানেল ‘ বিটিভি নিউজ ” নামে। দূর্ভাগ্যের বিষয় হলেও সত্যিকার অর্থে জুলাই ২০২৪- এ ছাত্রজনতার হত্যায় ইন্দনদাতাদের অন্যতম কুশীলব বিটিভি নিউজের তৎকালীন বার্তা প্রদান স্বৈরাচার খুনি মাফিয়া হাসিনার আস্থাভাজন সেই দুষ্কৃতকারী দোসর মুন্সী ফরিদুজ্জামানকে সম্প্রতি দেয়া হয় বিটিভি নিউজের প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব। এতে হতবাক গণমাধ্যম সংশ্লিষ্টরা। তাদের ভাষায় যেখানে ফরিদুজ্জামানের কথা আজ জেলে বা পলাতক স্বৈরাচারী দোসর হয়ে সেখানে আজ উল্টো তাকে ফুলেল শামিয়ানা লালগালিচার লাল গোলাপের পুষ্প ছিটিয়ে বরণ করে নিয়ে দেওয়া হলো প্রমোশন। এতে কী অবস্থা দাঁড়ালো। জুলাই বিপ্লবের যেসমস্ত বীর শহীদদের প্রতি কেমন আচরণ করা হয়েছে। জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণা ও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জুলাই শহীদ যোদ্ধা ও আহত পূঙ্গত্ব যোদ্ধা ছাত্র জনতা- গরীব দিনমজুর খেটে খাওয়া সকল শ্রমিকসহ ছাত্রজনতার সাথে এধরণের আচার-আচরণ করা কী ঠিক হলো। আমি মনে করি সকল বীর জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রজনতার অপমানিত ও অপদস্থ করেই ক্লান্ত হয়নি। জুলাইয়ের সকল অর্জনকে অস্বীকার করে শেষমেশ স্বৈরাচারী পেরেক দিয়ে আমাদের সকলের বুকের মধ্যে চুরি চাকু চালিয়ে ২০২৪- এ জুলাইকে বিসর্জ্জন দিয়ে আরেকটি গণকবরে রুপান্তরিত করা হয়েছে জুলাইকে।

তাছাড়া দীর্ঘ দিনের পর দিন যে লোকটা অত্যন্ত সুনাম অর্জন করে বিটিভিতে চাকুরী করে আসছিল মেধাবী প্রখর সর্বগুণেগুণান্বিত, এধরণের সর্বাধিক যোগ্যতার মাপকাঠি অনুযায়ী যেলোক সে হচ্ছে সফিউল্লাহ সুমন। তাঁহাকে এই স্বৈরাচারী দোসর দুষ্কৃতকারী কুলাঙ্গার যাদের হাতের মুঠোয় এখনও আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধাদের রক্তের দাগের নিশান চিহ্ন সংরক্ষিত সেই দুষ্কৃতকারী দোসরদের  আক্রমণ স্বৈরাচারী কালথাবার রোষানলে নিপীড়নের শিকার হয়ে সফিউল্লাহ সুমনকে সম্পুর্ন অন্যায় মিথ্যা ষড়যন্ত্রের চক্রান্তের জালে জড়িয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে ‘ সেই বিষয়টি কোনোভাবেই মেনে নেয়ার মতন সুযোগ নেই। এসমস্ত ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই। সোজা আঙুল দিয়ে আর নয়! এখনই সেই সময়টি পুনরায় আবারও দিচ্ছে ডাক  হাতছানি দিচ্ছে ‘ জাগো এসো, জাগো কাঁধে কাঁধ মিলাও না হয় স্বৈরাচার জাগছে,সামনের দিকে ঘুরে ফিরে অমাবস্যার আঁধারে রাতের রশ্মি দেখা যাচ্ছে। জুলাই হাতছাড়া হয়ে যাচ্ছে। গুটিকয়েক মীরজাফর বেঈমান অপর কুলাঙ্গারদের স্বার্থের নিশানি জলাঞ্জলী কোপে বলি হচ্ছে জুলাই।

হুশিয়ার করে দিচ্ছি আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর যদি খেলার খায়েশ থাকে তাহলে ওপেন চলে আসুন। বলতে চাই সময় থাকতে সফিউল্লাহ সুমন এর চাকুরী আগামী ২৪ ঘন্টার মধ্যেই ফিরিয়ে দিতেই হবে। এর চুড়ান্ত সীমা রেখা দেখা হবে চিন্তা করবেন না। গরীব দিনমজুর খেটে খাওয়া শ্রমিক থেকে শুরু করে সকলের ঘামে জড়ানো সেই টাকার অর্থে পরিচালিত রাষ্ট্রের একমাত্র গণমাধ্যম টিভি বাংলাদেশ টেলিভিশন বিটিভিকে পুনরুদ্ধার করা হবেই। দালাল মীরজাফরদের মুখোশ উন্মোচন হবে। কষ্ট ব্যতিক্রম ঘটিয়ে হলেও জীবনের বিনিময়ে সেই জুলাই বিপ্লবের বিজয়ের অর্জন ও শহীদদের রক্তকে অপমানিত করতে দেয়া হবেনা। বিটিভিকে রক্ষা করতেই হবে মাঠে নামতে হবেই  সবকিছুই মিলিয়ে আসছে কর্মসূচি ইনশাআল্লাহ।

বিটিভির সূত্রগুলো জানায়, বিটিভিতে বিভিন্ন বিভাগে যেসব ফ্যাসিবাদী সিন্ডিকেট এখনও বহাল রয়েছে, তার মধ্যে বার্তা বিভাগের সিন্ডিকেটের মূল হোতা হিসেবে রয়েছেন, ড. সৈয়দা তাসমিনা আহমেদ, মুন্সী ফরিদুজ্জামান এবং মো. জাহিদুল ইসলাম। পর্যবেক্ষকরা মনে করেন, বিটিভির মতো রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে যদি এখনো ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও দুর্নীতিবাজরা বহাল থেকে যায় এবং তাদের অপসারণে উদ্যোগ না নেয় হয়, তাহলে সময় ও সুযোগ বুঝে তারা অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলে দেবে। তথ্য মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষের উচিৎ, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যথাযথ তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া। শুধু তদন্ত কিংবা বিটিভির অন্যত্র বদলি করলেই হবে না, ফ্যাসিবাদের এই দোসরদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

প্রতিষ্ঠাতা সভাপতি : ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন – লেখক কলামিস্ট : ও ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাপোস্ট |