মোহনপুরে মৌগাছী কলেজের রজত জয়ন্তী উদযাপন

- Update Time : ০২:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ১১৯ Time View
মো নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মোহনপুর উপজেলা কলেজের উৎসবমুখুর পরিবেশে উদযাপন করা হয়েছে সিলভার জুবিলি ।
মৌগাছী কলেজের আয়োজনে বুধবার (২৩ জুলাই ) দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে এ রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়। কলেজটির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গভনিং বর্ডির সভাপতি মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুচ আলী মন্ডলের কলেজের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপধাক্ষ্য সাকোঁয়া বাকশৈল কামিল মাদ্রাসা মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমীর উপধাক্ষ্য মাওলানা জিএএম আব্দুল আওয়াল । স্বাগত বক্তব্য প্রদান করেন মৌগাছী ইউপি জামাত আমীর সাদেকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক সরকার দুলাল মেহবুব, জমিদানকারী দাতাআমজাদ হোসেন, আইয়ুব আলী, আঃ সালামসহ সকল শিক্ষক, শিক্ষিকা,কর্মচারী শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ।
জানাগেছে ২০০০ সালে মৌগাছী ইউনিয়ন মোহনপুর উপজেলার নওগাঁ-রাজশাহী রাস্তার পশ্চিম পাশের্^ এলাকায় খোলামেলা জায়গায় প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মৌগাছী কলেজটি। কলেজিটি ২৫ বছর পার করেছে অনেক আগেই। এ যাবত পর্যন্ত কলেজটি এমপিওভুক্ত হয়নি। শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মাববেতর জীবনযাপন করছেন।
এর মধ্যে নবীন- প্রবীণ শিক্ষার্থী, দর্শনার্থী এবং অতিথিদের পদচারনায় মুখর হয়ে উঠে কলেজের প্রাঙ্গন। অনুষ্ঠান পরিচালা করেন ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এনতাজ আলী মন্ডল ও রায়হান আলী।