০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে– মাজলুমের ডাক

মতামত
- Update Time : ০১:৫০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ১৪৫ Time View

সম্প্রতি দেশব্যাপী সন্ত্রাসী,ধর্ষণ চাঁদাবাজিসহ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ধর্ষণ চাঁদাবাজদের কে কঠোর হস্তে দমন করতে হবে। তিনি বলেন, আধিপত্য বিস্তার ও ক্ষমতার লোভে এক শ্রেণীর চাঁদাবাজ সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। অর্থ ও ক্ষমতার লোভে এরা বেপরোয়া ভাবে নিরপরাধ মানুষ হত্যা করছে। তাদের দৌরাত্মের কারণে জনসাধারণ নিজেদের ব্যবসা-বাণিজ্য পরিবার ও ব্যক্তিগতভাবে শংকিত, আতঙ্কিত। দলমত নির্বিশেষে সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সার্বিক সহযোগিতা ছাড়া শুধু সরকারের পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তিনি অবিলম্বে মিটফোর্ডের ব্যবসায়ী হত্যাকান্ডের সুবিচার নিশ্চিত করন ও প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন,বর্তমানে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট কে বিতাড়িত করা হয়েছে। এখন দেশবাসী ঐক্যবদ্ধ না থাকলে নব্য ফ্যসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। আজ ১২ জুলাই ২০২৫ ইং শনিবার সকাল ১০টায় রাজধানীর পল্টন জোন কার্যালয় (কার্যনির্বাহী পরিষদ) এর বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি মোঃ আমিনুল ইসলাম, নির্বাহী সভাপতি পীরজাদা সৈয়দ মোঃ আহসান, সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আনসারী যুগ্ম সম্পাদক মাওলানা শাহ আলম, যুগ্ম সম্পাদক মাওলানা নাজমুল হক সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হক প্রমুখ।

Tag :