তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন

- Update Time : ০২:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৪০৮ Time View
প্রতিবেদক :-সাব্বির হোসাইন :টঙ্গী, গাজীপুর: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর আলিম পরীক্ষার্থী ২০২৫-এর দোয়া অনুষ্ঠান আজ (২৫শে জুন, ২০২৫) দুপুর ২টায় মাদ্রাসার শহীদ মালেক অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে টাকসু’র আলিম শাখা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ড. কোরবান আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা যাইনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড.মাওলানা হেফজুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শ্রেণী শিক্ষকবৃন্দ এবং টাকসু-এর অন্যান্য দায়িত্বশীলগণ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই বছর আলিম পরীক্ষায় প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা গেছে। পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এবং টাকসু-এর পক্ষ থেকে উপহার হিসেবে ডায়েরি, ব্যাচ, মগ, চাবির রিং, ফাইল ও কলম প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা ও উপস্থাপনা করেন টাকসু-এর জিএস সাইদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলিম শাখার সভাপতি শুয়াইবুর রহমান, সেক্রেটারি ওবায়দুল্লাহ এবং বায়তুলমাল সম্পাদক মুসাব্বির রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. কোরবান আলী বলেন, “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, মিল্লাতের এক বছরের আলিম পরীক্ষা ২০২৫-এর ফলাফলে আমরা আবারও দেশসেরা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করতে সক্ষম হবো।”
প্রধান আলোচক মাওলানা যাইনুল আবেদীন তাঁর বক্তব্যে বলেন, “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটি ভিশনারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ভিশন অনুযায়ী প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। তোমরাই তোমাদের ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে।”
বিশেষ অতিথি অধ্যক্ষ হেফজুর রহমান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করবে, সেই কামনা করি।”
সভাপতির বক্তব্যে ইকবাল কবির বলেন, “শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা আপনাদের সামনে দৃশ্যমান।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা যাইনুল আবেদীন দোয়া-মুনাজাত পরিচালনা করেন। বিকাল ৪টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।