পঞ্চগড় পেনশন মেলার উদ্ভোধন আলোচনা সভা ও কর্মশালা

- Update Time : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ১৪৬ Time View
পঞ্চগড় ব্যূরোচীফ ,মোখলেছুর রহমান চৌধুরী :
সার্বজনীন পেনশন স্কীমে অংশ গ্রহন নিশ্চিত করবে ভবিষ্যত জীবন।এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে মেলার উদ্ভোধন করা হয়েছে।রবিবার (22 শে জুন ) দুপুর বেলা 12 ঘটিকায় পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্তর জেলা প্রশাসন ও অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কতৃপক্ষ আয়োজিত মেলায় বেলুন উড়িয়ে উদ্ভোধন করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগের যুগ্ন সচিব আ ক ম ফজলে রাব্বী,অতিথিরা মেলায় অংশ গ্রহন করা বিচ্ছিন্ন স্টল পরিদর্শন করেন।পরে সরকারী অডিটোরিয়াম হল রুমে পেনশন মেলা উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়।এতে জেলা প্রশাসক মোঃসাবেত আলী মহোদ্বয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রনালয়ের অর্থবিভাগের যুগ্ন সচিব আ ক ম ফজলে রাব্বি।সিভিল সার্জন মোঃমিজানুর রহমান,জেলা বিএনপির
আহব্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন সহ অনেকে মুল্যবান বক্তব্য রাখেন।অনুষ্ঠানের প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।জাতীয় পেনশন কতৃপক্ষের সহকারী মহাব্যাবস্থাপক উপ- সচিব সিরাজুম মুনিরা।এসময় বিভিন্ন সরকারি বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক দলের নেতা,কর্মী,গনমাধ্যম কর্মী,ব্যাংক,বীমা,সংস্থার প্রতিনিধি গন সহ সর্ব স্তরের মানুষ জন মেলায় অংশ নেন।উল্ল্যেখ্য পেনশন মেলায় ব্যাংক বীমা,বে-সরকারী উন্নয়ন সংস্থা ইউনিয়ন পরিষদের উদ্দােক্তা সেন্টার সহ 30টোল অংশ গ্রহন করেন।