পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্ডাডল জব্দ

- Update Time : ০৬:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৭৫ Time View
মোখলেছুর রহমান চৌধুরী(পঞ্চগড়) : পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ইব্রাহীম আলী(৪০)এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।তার ফার্মেসীর আরালে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চলছিল বলে জানা গেছে।গত মঞ্চলবার ১৭ জুন রাত ৯ টা থেকে গভীর রাত পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযান চলে।গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃমেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাই বোন ফার্মেসী থেকে ইব্রাহীম কে আটক করা হয়।পরবর্তীতে তার মোলানী পাড়া এলাকায় বাড়ীতে তল্লাশি অভিযান চালিয়ে ছাদের উপর রাখা দুইটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৮000 হাজার ৪00 পিস নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট।সেনাবাহিনী জানায় উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।এছাড়া তার কাছ থেকে এক হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন ও জব্দ করা হয়েছে।আটকের পর ইব্রাহীম আলিকে প্রথমে পঞ্চগড় ২৯ বীর অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পে নেওয়া হয়।এবং পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে হস্তান্তর করা হয়।এবিষয়ে ক্যাম্প কমান্ডার মেজর মোঃমেহেদী পিয়াস জ্বয় বলেন সেনাবাহিনী দেশের সর্বত্র মাদক বিরোধী কার্যক্রম চালাচ্ছে।এ অভিযানে ট্যাপেন্ডাডল সহ এক ব্যাক্তিকে আটক করা হয়।তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ে উপ- পরিদর্শক (এস আই ) আবুল কালাম আজাদ জানান আটককৃত ব্যাক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।