০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর রায়পুরা থানাধীন শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে স*ন্ত্রাসী সোহেল ও তার বাহিনী কর্তৃক হামলার ঘটনায় পুলিশের অভিযান:দেশীয় অ*স্ত্র ও দুটি মটর সাইকেল জব্দ”

Reporter Name
- Update Time : ০২:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৭৬ Time View

রেজাউল করিম জেলা প্রতিনিধি নরসিংদী :রায়পুরা থানা অসিসার ইনচার্জ (ওসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ০৯/০৬/২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ০৮:০০ ঘটিকার সময় রায়পুরা থানাধীন শ্রীনগর ইউনিয়নের স*ন্ত্রাসী সোহেল ও তার বাহিনী কর্তৃক তাফশিরা (১৪), পিতা- আশ্রব আলী নামে এক শিশুকে গুরুতর আহত করেছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নরসিংদীর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল, অফিসার ইনচার্জ, রায়পুরা থানাসহ জেলা পুলিশ, ডিবি ও রায়পুরা থানা পুলিশের সমন্বয়ে শ্রীনগর গ্রামে স*ন্ত্রাসী সোহেল এর বসত বাড়ি ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে স*ন্ত্রাসী সোহেল ও তার বাহিনী এলাকা হতে পালিয়ে যাওয়ায় গ্রে*ফতার করা সম্ভব হয়নি। স*ন্ত্রাসী সোহেল এর বসত ঘর ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অ*স্ত্র টে*টা-ব*ল্লম, ০৫ টি চা*পাতি, ০৭ টি ছু*রি, লোহার পাইপ, ০৮ টি মোবাইল ফোন, রেজিষ্ট্রেশনবিহীন ০২ টি মোটর সাইকেল, ০১টি ল্যাপটপ, ডিভিআর, টর্চ লাইট ইত্যাদি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশের নজরধারী অব্যাহত আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, স*ন্ত্রাসী সোহেল এর বিরুদ্ধে ০৩ টি হ*ত্যা মামলা, ০২ টি অ*স্ত্র মামলাসহ বিভিন্ন অ*পরাধে ১১ টি মামলা রয়েছে।
Tag :