জুলাই সনদ ঘোষণার আগের দিন পর্যন্ত নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)

- Update Time : ০৮:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৬৭ Time View
১
৫ জুন সোমবার ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুনছুর রহমান শেখ এক যৌথ বিবৃতিতে বলেন, জুলাই অভ্যূত্থানে অসংখ্য ছাত্র-জনতার জীবন দিয়েছে। সংস্কার ও গণহত্যার বিচার শেষ না করে নির্বাচন দেয়া হলে তা হবে শহীদদের রক্তের সাথে প্রতারণা। ফ্যাসিবাদি রাজনীতি বিসর্জন দিয়ে নতুন ধারার রাজনীতির চ্যালেঞ্জ নিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। তাই সুযোগ দিতে হবে নতুন ধারার রাজনৈতিক দলগুলোকে। এ জন্য নিবন্ধনের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো যেতে পারে। এতে জুলাই সনদের চেতনায় বিশ্বাসী দলগুলো মূলধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, করোনা ও ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। এই অবস্থায় তড়িঘড়ি করে নিবন্ধন প্রক্রিয়া শেষ না করে সময় নেয়া যেতে পারে। সংস্কার কমিশনের সুপারিশের আগেই নির্বাচন কমিশন গঠন করে বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। নতুন কোনো বিতর্ক দেখতে চাই না, তাই ইসির গ্রহণযোগ্যতার জন্যই জুলাই সনদ পর্যন্ত অপেক্ষা করা দরকার।
মজলুম জননেতা মওলানা ভাসানী সকল সময়েই গণতন্ত্র বান্ধব ছিলেন। তিনি এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। তাই আমরা মনে করি গণতন্ত্রের স্বার্থে নিবন্ধনের আইনকে আরো সহজ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাই।