০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপুরে উত্তর জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
- Update Time : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ১৭১ Time View

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর কাঠিপাড়া এলাকার বাসিন্দারা আজ সোমবার সকালে একটি শান্তিপূর্ণ ঘন্টা ব্যপি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এই মানববন্ধনের মূল দাবি ছিল – জায়গা দখল, ভূমিদস্যুতা, মাদকসেবন ও মাদককারবারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, ইমাম খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম মিঠুন, ইমাম, আব্দুল হাই, শিক্ষক আলতাফ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাফর আলী হাওলাদার, আজাদ হোসেন ও আনিস গং স্থানীয় বাসিন্দাদের জমি অবৈধভাবে দখল করছেন। যে জমিগুলো দখল করছে তার সর্বশেষ বিএস রেকর্ড আমাদের নামে এখনও রয়েছে হাইকোর্টের রায় আছে রেকর্ড আছে বৈধ দালিলাদি আমাদের আছে তারপরও তারা জোর পূর্বক অবৈধ ভাবে জমি দখল করে ভোগ দখল করতেছে। আমরা এলাকাবাসী ইহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে আপনাদের মাধ্যামে প্রশাসনের দৃষ্টি -আাকার্ষন করছি
এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তারা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।
উল্লেখ্য এই মানববন্ধনকে ঘিরে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।পরে পুলিশ ঘটনা স্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয় রাজাপুর থানার তদন্ত ওসি আব্দুল মালেক জানান,পুলিশ ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।
আমিনুল ইসলাম
Tag :