০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে তারাবিহ, সেহেরি, ইফতার ও রোজা শুরু

Reporter Name
- Update Time : ০১:২৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১২৯ Time View
মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি, ভোলা: ভোলার দশ গ্রামে সৌদি আরব ও ইন্দোনেশিয়ার মত রমজানের রোজা ১লা মার্চ, ২০২৫ ইং তারিখ হতেই শুরু হয়েছে। ২৮/০২/২০২৫ ইং তারিখে তারাবিহ নামাজ আদায় করেছে। কোন হাদিস হতে এই ধরনের এবাদত পেয়েছে তা এখনো তাদের কাছ থেকে জানা যায় নাই। তবে ভোলা জেলার অন্যান্য এলাকায় ০২/০৩/২০২৫ ইং তারিখ থেকে রোজাদারের রোজা রাখার প্রস্তুতি রয়েছে। ১লা মার্চ,২০২৫ ইং তারিখ হতে তারাবিহ নামাজ পড়ার জন্য মসজিদে মসজিদে বয়াতি ঈমামগণের বয়ান করতে দেখা গেছে। এই বছর এক দিন আগেই ভোলার ১০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রথম তারাবির নামাজ আদায় ও সাহরি খেয়ে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ভোলার সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ ও সুরেস্বর দরবার শরীফের অনুসারীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ইং) দিবাগত রাতে প্রথম তারাবি ও সাহরি খাওয়ার মধ্যদিয়ে শনিবার (১ মার্চ, ২০২৫ ইং) থেকে প্রথম রোজা রেখেছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার সাত উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় উপজেলাতে প্রায় ৫ হাজার সাতকানিয়া মির্জাখালী দরবার ও সুরেস্বর দরবার শরীফের অনুসারী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩ হাজার অনুসারী রয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। বোরহান উদ্দিনের টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের যুবক মো. রুবেল ও মো. আকরাম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার রাতে আমাদের গ্রামের মসজিদে প্রথম খতমে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাতে সাহরি খেয়ে রোজা রেখেছি। প্রতিবছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করি। ওই গ্রামের আমিন মিয়া চৌকদার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি মো. মাসুম পারভেজ বলেন, ভোলা জেলার ১০টি গ্রামে সাতকানিয়া মির্জাখালী দরবার ও সুরেস্বর দরবার শরীফের আমরা প্রায় ৫ হাজার অনুসারী আছি। তাদের মধ্যে প্রায় ৩ হাজার অনুসারী আছি বোরহান উদ্দিনের টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা শুরু করেছি এবং এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব। দীর্ঘ যুগের পর যুগ ধরে রোজা রাখার তারিখ নিয়ে ভোলায় ধর্মীয় বিরোধ দানা বেঁধে আছে। তাদেরকে একই তারিখে রোজা রাখার ধর্মীয় বৈধতার কথা বললে ও অনুরোধ করলে ভোলার সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ ও সুরেস্বর দরবার শরীফের অনুসারীরা দা-ছেনি ও লাঠি নিয়ে আক্রমন করার ভাব স্বভাব প্রদর্শন করে। ধর্মীয় বিরোধ বেড়ে যাওয়ায় কেউ আর কোন কথা বাড়তে দেয় না। ছবিতে- মধ্যপ্রাচ্যে দেখা যাওয়া ঈদুল আযহার চাঁদ।

Enter
Tag :