গোদাগাড়ী দেওপাড়া ইউনিয়নে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে ধানের শীষের প্রচারণা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ৮০ Time View

মো: আতিকুর রহমান : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে প্রচারণা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) দিনব্যাপী ৫ নম্বর ওয়ার্ড, ইসশ্রীপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড ও ইদলপুর গ্রামসহ একাধিক স্থানে এ প্রচারণা ও চা চক্র অনুষ্ঠিত হয়।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন স্যারের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর দেওপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল হাই (টুনু)। এ সময় ৫ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ,সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসংযোগ জোরদার করা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন স্যারের পক্ষ থেকে জানানো হয়, জনগণ পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তনের প্রতীক—ধানের শীষকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে আমরা বদ্ধপরিকর।
আলোচনা শেষে চা চক্রের মাধ্যমে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন এবং দলীয় ঐক্য জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
























