১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা: চিকিৎসক নিয়োগ ও উন্নত সেবা দাবিতে বিক্ষুব্ধ জনতার মানববন্ধন
Reporter Name
- Update Time : ০৪:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৯০ Time View

মোঃ রেজাউল ইসলাম, বরগুনা প্রতিনিধি.বরগুনার পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা স্টাফ নিয়োগ ও সরকারি পরীক্ষা-নিরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা গোল চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত দুই শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল সাহেদ, এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয়’-এর সভাপতি মেহেদী শিকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাকিব হাসান, এরফান আহমেদ সোয়েন, মহিউদ্দিন এসমে, শফিকুল ইসলাম খোকন, মুজিবুর রহমান কালু, ইসরাত জাহান শিরিন ও সাংবাদিক ইমাম হোসেন নাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, ডেঙ্গু মহামারীর এই সময়ে পাথরঘাটা উপজেলার প্রায় ৩ লক্ষ মানুষের চিকিৎসাসেবা মাত্র তিনজন ডাক্তারের মাধ্যমে চলছে, যা একেবারেই অযৌক্তিক ও অমানবিক। তারা অভিযোগ করেন, সামান্য জ্বর বা সর্দি-কাশি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে রোগীদের বরিশাল রেফার করা হয়। প্রতিটি অ্যাম্বুলেন্সের সাইরেন স্থানীয়দের হৃদয় কাঁপিয়ে দেয়— যা স্বাস্থ্যসেবার ভয়াবহ সংকটের প্রতিচ্ছবি।
বক্তারা বরগুনা সিভিল সার্জনের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আপনি যদি পাথরঘাটার মানুষকে সঠিক চিকিৎসা দিতে না পারেন, তাহলে এখান থেকে সম্মানজনকভাবে বিদায় নিন।”
তারা আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যক্তির মৃত্যুর নির্ধারণের যন্ত্রপাতি পর্যন্ত নেই, যা অব্যবস্থাপনার চূড়ান্ত রূপ।
বক্তারা স্পষ্টভাবে ঘোষণা দেন— “অপ্রশিক্ষিত ও অকার্যকর এই স্বাস্থ্য কমপ্লেক্স আমরা চাই না। প্রয়োজনে এটি বন্ধ করতেও প্রস্তুত আছি।”
মানববন্ধনে বক্তারা সতর্ক করেন, যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তাহলে তারা লংমার্চ করে সচিবালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
শেষে বক্তারা বলেন, দেশের সাধারণ জনগণের ট্যাক্সের অর্থে ডাক্তার তৈরি করা হয়, কিন্তু জনগণ সঠিক চিকিৎসা না পেলে তা রাষ্ট্রের জন্য চরম ব্যর্থতা।
তাদের দাবি— পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পরীক্ষা-নিরীক্ষা চালু করতে হবে— তা না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।
Tag :
























