০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু
Reporter Name
- Update Time : ০২:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৬৪ Time View

প্রতিনিধি, ইব্রাহিম হোসেন :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এক তরুণীকে আবাসিক হোটেলে এনে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে ওই তরুণীকে গুরুতর অসুস্থ অবস্থায় টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। ওই তরুণীর প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন—রাজশাহীর বাগমারা থানাধীন সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) এবং পাবনার চাটমোহর থানাধীন নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)। প্রেমিকাকে হাসপাতালে নেওয়ার জন্য আতিকুলকে ডেকে আনেন মোহন৷
গ্রেপ্তার যুবকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোহন ও তার প্রেমিকা আশুলিয়াতে থাকতেন। তাদের মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা চন্দ্রার মান্নান প্লাজায় আবাসিক হোটেলে ওঠেন। একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রাতে তারা একটি ফার্মেসিতে যান। কিন্তু, সেখানে সুচিকিৎসা না পেয়ে সকালে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয় ওই তরুণীকে৷ শারীরিক অবস্থা আরো খারাপ হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকার নেওয়ার সময় পথেই মারা যান ওই তরুণী। অ্যাম্বুলেন্সের চালক বিষয়ে বুঝতে পরে কৌশলে তাদেরকে টাঙ্গাইলের মির্জাপুর থানায় নিয়া যান।
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেছেন, ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীর মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে আছে। তাদের দুজনের তিন বছরের প্রেম ছিল। গতকাল রাতে চন্দ্রার একটি আবাসিক হোটেলে এসে রাত্রি যাপন করেন তারা। রাতে শারীরিক সম্পর্কের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Tag :

























