১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়া প্রেমিক গর্ভধারণ অস্বীকার করায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name
- Update Time : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৩৮ Time View

বরগুনা জেলা প্রতিনিধি.বরগুনার পাথরঘাটায় নিলিমা (২৩) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার পরে পাথরঘাটার উপজেলার হাড়িটানা গ্রামের নিলামর পিতার বাড়িতে এ ঘটনা ঘটে নিহত নিলিমা প্রবাসী নিলয়ের স্ত্রী ও মৃত নারায়ণ চন্দ্র হাওলাদারের কন্যা। নিলিমার মা প্রভাতী রানী বলেন, ঘটনার সময় নিলিমার মা প্রভাতী রানী বাড়ির বাইরে ছিলেন।

পরে তিনি বাসায় ফিরে এসে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেই নিলিমাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃত দেখতে পান। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশে থাকায়,নিলিমা হৃদয় মিত্র নামের এক যুবকের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে মন্দিরে বিয়ে করেন। সম্প্রতি নিলিমা গর্ভবতী হলে হৃদয় বিষয়টি অস্বীকার করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে নিলিমা আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখে রেখে যান, যেখানে আত্মহত্যার কারণ উল্লেখ রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি সকল প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে অত্যন্ত করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Tag :