০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

২৩ বছর কারাভোগ করা মাজেতকে গরু দিলেন পঞ্চগড়ের ডিসি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১০:১৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ১১৩ Time View


মোখলেছুর রহমান চৌধুরী(পঞ্চগড় প্রতিনিধি ): পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাধই পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আঃমাজেত ২০০২ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় তার সাজা হয়েছিল।কারাগাড়ে ভালো ব‍্যাবহার ও ভালো কাজের জন‍্য ২৩ বছরেই মুক্তি মিলে তার।গত ২৬ মার্চ কারাভোগ থেকে বের হন তিনি।তবে এই দীর্ঘ সময়ে বদলে গেছে অনেক কিছু।তার সংসারে এখন কেউ আর নাই।জেলে যাবার দুই বছর পর তার প্রান প্রিয় স্ত্রী সালেহা বেগম তার সংসার ছেড়ে দিয়ে অন‍্যত্র সংসার পাতেন।সংসারে ছিলেন মা ফুলবানু তিনিও গত ১৬ দিন পূর্বে মারা গেছেন।খুব একা হয়ে পড়েন মাজেত।চা বাগানে শ্রমীকের কাজ করে কোন মতে জীবন যাপন করেছিলেন তিনি।তার অভাব অনটনে আবারো দিশে হারা হয়ে পড়েন তিনি।মাজেতের অসহায়ত্ত্বের কথা শুনে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃসাবেত আলী তাকে স্বাবলম্বী করতে একটি গরু কিনে দেন।গত বৃহঃপতিবার (১৯ জুন)বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার হাতে গরুটি তুলে দেন তিনি।গরু পেয়ে খুশি মাজেত।মাজেত বলেন আমি মিথ‍্যা মামলায় ২৩ বছর কারাগারে কাটিয়েছি।এবছর আমাকে মুক্তি দেওয়া হয়েছে।এখন পরিবারের কেউ নাই।

মা ছিলো কয়েক দিন পূর্বে সেও মারা গেছেন।আমি এখন চা বাগানে কাজ করি।জেলা প্রশাসক মহোদ্বয় আমাকে একটি গরু কিনে দিয়েছেন।আমি খুবই খুশি।আমার খুবই উপকার হলো।জেলা প্রশাসক সাবেত আলী বলেন ওই ব‍্যাক্তি দীর্ঘদিন কারাভোগ করেছেন।ভালো আচরন ও ভালো কাজের জন‍্য তাকে এবার মুক্তি দেওয়া হয়েছে।সম্পদ বলতে তার কিছুই নেই।তাকে স্বাবলম্বী করতেই আমরা একটি গরু কিনে দিয়েছি।আশা করি তিনি এর মাধ‍্যমে তিনি নিজেকে ধীরে ধীরে আত্ননির্ভরশীল করতে পারবেন বলে কামনা করেন সমগ্র পঞ্চগড় বাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

২৩ বছর কারাভোগ করা মাজেতকে গরু দিলেন পঞ্চগড়ের ডিসি

Update Time : ১০:১৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫


মোখলেছুর রহমান চৌধুরী(পঞ্চগড় প্রতিনিধি ): পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাধই পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আঃমাজেত ২০০২ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় তার সাজা হয়েছিল।কারাগাড়ে ভালো ব‍্যাবহার ও ভালো কাজের জন‍্য ২৩ বছরেই মুক্তি মিলে তার।গত ২৬ মার্চ কারাভোগ থেকে বের হন তিনি।তবে এই দীর্ঘ সময়ে বদলে গেছে অনেক কিছু।তার সংসারে এখন কেউ আর নাই।জেলে যাবার দুই বছর পর তার প্রান প্রিয় স্ত্রী সালেহা বেগম তার সংসার ছেড়ে দিয়ে অন‍্যত্র সংসার পাতেন।সংসারে ছিলেন মা ফুলবানু তিনিও গত ১৬ দিন পূর্বে মারা গেছেন।খুব একা হয়ে পড়েন মাজেত।চা বাগানে শ্রমীকের কাজ করে কোন মতে জীবন যাপন করেছিলেন তিনি।তার অভাব অনটনে আবারো দিশে হারা হয়ে পড়েন তিনি।মাজেতের অসহায়ত্ত্বের কথা শুনে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃসাবেত আলী তাকে স্বাবলম্বী করতে একটি গরু কিনে দেন।গত বৃহঃপতিবার (১৯ জুন)বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার হাতে গরুটি তুলে দেন তিনি।গরু পেয়ে খুশি মাজেত।মাজেত বলেন আমি মিথ‍্যা মামলায় ২৩ বছর কারাগারে কাটিয়েছি।এবছর আমাকে মুক্তি দেওয়া হয়েছে।এখন পরিবারের কেউ নাই।

মা ছিলো কয়েক দিন পূর্বে সেও মারা গেছেন।আমি এখন চা বাগানে কাজ করি।জেলা প্রশাসক মহোদ্বয় আমাকে একটি গরু কিনে দিয়েছেন।আমি খুবই খুশি।আমার খুবই উপকার হলো।জেলা প্রশাসক সাবেত আলী বলেন ওই ব‍্যাক্তি দীর্ঘদিন কারাভোগ করেছেন।ভালো আচরন ও ভালো কাজের জন‍্য তাকে এবার মুক্তি দেওয়া হয়েছে।সম্পদ বলতে তার কিছুই নেই।তাকে স্বাবলম্বী করতেই আমরা একটি গরু কিনে দিয়েছি।আশা করি তিনি এর মাধ‍্যমে তিনি নিজেকে ধীরে ধীরে আত্ননির্ভরশীল করতে পারবেন বলে কামনা করেন সমগ্র পঞ্চগড় বাসী।