০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩সেপ্টেম্বর চরমোনাই আসছেন রায়পুরায়, জনসমুদ্রে পরিণত হবে পৌরসভার মাঠ”

Reporter Name
- Update Time : ১২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৩ Time View

রোমান পথিক; রায়পুরা: ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন ও শান্তিপ্রিয় রায়পুরা গড়ে তোলার লক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর (বুধবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় রায়পুরা পৌরসভা মাঠে এ জনসভা বসবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদীয় আমীর ও চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দও অংশ নেবেন।
জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। এ উপলক্ষে সোমবার রায়পুরায় আয়োজিত মতবিনিময় সভায় নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান বলেন, “৩ সেপ্টেম্বরের সমাবেশ রায়পুরার ইতিহাসে অনন্য বৃহৎ সমাবেশ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।”


তিনি আরও বলেন, “আমরা রায়পুরায় সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ রাজনীতি গড়ে তুলতে চাই। মতভেদ থাকতে পারে, তবে রায়পুরার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হবো ইসলামী আন্দোলনের ব্যানারে। হিংসা-বিদ্বেষ নয়, আমরা চাই শান্তির রাজনীতি।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রায়পুরা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মতি (শিপলু মোল্লা), দক্ষিণ শাখার সভাপতি মাওলানা বরকত উল্লাহ রনি, পৌর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন রায়পুরা উপজেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Tag :