২০ টাকার নতুন নোটে মন্দিরের ছবি দেয়ার প্রতিবাদে নোট বাতিলের দাবি

- Update Time : ০৩:৩৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ২৩৪ Time View
২০ টাকার নতুন নোটে মন্দিরের ছবি দেয়ার প্রতিবাদে নোট বাতিলের দাবি জানিয়েছে। মাজলুমের ডাক সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতির ওপর ‘সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আনসারী এ দাবি জানান। ২০ টাকার পুরোনো নোটে মসজিদের ছবি থাকলেও নতুন নোটে তা বাদ দিয়ে মন্দিরের ছবি দেয়া হয়েছে। এটি দেশের ৯৫ % মুসলমানের বিশ্বাস ও ধর্মীয় চেতনার পরিপন্থি। এটি ইসলামি মূল্যবোধকে উপেক্ষা করার শামিল এবং জাতীয় ঐক্য বিনষ্টের দিকেই নিয়ে যাচ্ছে।’ ‘একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় প্রতীক ও মুদ্রায় ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা উচিত। ঈদুল আজহার মতো পবিত্র সময়ে বিতর্কিত নোট প্রকাশে দেশের মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’ তারা দাবি করেন, ‘এই সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিষয়টি কে বা কারা প্রস্তাব ও অনুমোদন করেছেন, তাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।’ বিবৃতিতে বলা হয়, ‘আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে বিতর্কিত ২০ টাকার নোটের মন্দিরের নকশা বাতিল করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে একটি গ্রহণযোগ্য নকশা প্রণয়ন করতে হবে।’ এ ছাড়া ইসলামি মূল্যবোধসম্পন্ন সব রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে এ বিষয়ে সচেতন ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান ।