০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ৬নং ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৮নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরে ১৯০০ ভোটারের দাবী

বরিশাল প্রতিনিধি
  • Update Time : ০৪:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪১২ Time View
বরিশাল প্রতিনিধি:         বরিশালের বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ৬নং ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার পর থেকে পরিচালিত হয়ে আসছে। পূর্বে এই কেন্দ্রটি ইসলামপুর-ঠাকুমল্লিক-বারোকানী নিয়ে গঠিত হয়। পরবর্তীতে ইসলামপুর,ঠাকুরমল্লিক এবং বারোকানী ৩টি ওয়ার্ডে বিভক্ত হয়ে যায়। বর্তমানে ১নং ওয়ার্ডে পশ্চিম ইসলামপুর,মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর এবং হিন্দুপাড়া মিলে প্রায় ২৬০০ ভোটার। কেন্দ্র নিকটবর্তী পশ্চিম ইসলামপুরে ভোটার সংখ্যা ৭০০ এবং মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর এবং হিন্দুপাড়ায় মোট ভোট সংখ্যা ১৯০০+।মধ্য ইসলামপুর,পূর্ব ইসলামপুর এবং হিন্দুপাড়ার ভোটারদের বর্তমান কেন্দ্রে ভোট প্রদানে যাতায়াতে খুবই কষ্টকর। পরিবেশের দিক থেকেও বর্তমান কেন্দ্রের অবস্থান ঝুকিপূর্ণ। মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর এবং হিন্দুপাড়ার ৯০০ মহিলা ভোটার বর্তমান কেন্দ্রে ভোট প্রদানে নিরাপদ মনে করে না বিধায় বিগত দিনে এই কেন্দ্রে মহিলা ভোট ১০-১৫% কাষ্ট হয়ে থাকে। কেন্দ্র হতে ঠাকুর মল্লিক গ্রাম ২০০ গজ দুরবর্তী হওয়ায় উক্ত গ্রামের একটা প্রভাব ৫৪ বছর যাবত চলে আসছে।
id
বর্তমান কেন্দ্রের বিদ্যালয়ের একটি ভবন তাতে দুইটি রূম তারমধ্যে একটি শিক্ষকদের লাইব্রেরী। সুতারং ১টি কক্ষদিয়ে ২৬০০ ভোটারের ভোট গ্রহন সম্ভব নয় বিধায় আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার ১৯০০ ভোটার ৮নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামপুর ভোট কেন্দ্রটি স্থানান্তর করার আবেদন জানাচ্ছি। দীর্ঘ ৫৪বছরে আমাদের শত কষ্টের মধ্যেও আমরা কখনো কেন্দ্র স্থান্তরের দাবী উঠে নাই। বর্তমানে কেন্দ্রে অবস্থিত বিদ্যালয়ে ভোট গ্রহনের মতো কোন ব্যবস্থা না থাকায় আমরা ১৯০০ ভোটার আমাদের যৌক্তিক এবং মৌলিক অধিকার বাস্তবায়নে আমাদের ভোট প্রদানে নিরাপত্তা,ভোট প্রদানের পরিবেশ,প্রভাবমুক্ত কেন্দ্ন এবং নারী ভোটারের ভোট কাষ্টিং এর লক্ষ্য বর্তমান ভোট কেন্দ্রটি ৮নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের জোড়ালো দাবী উঠছে। পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ১৯০০ ভোটারের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। পশ্চিম ইসলামপুরের ৭০০ ভোটারের পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ভোট প্রদানেও কোন সমস্যা নাই।

sonalishopbd.com

আয়োজক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চেয়ারম্যান এ.জে.ফাউন্ডেশন। বক্তব্য রাখেন মোঃ সুজন বেপারী (যুবদল),মোঃ রেজাউল করিম(শ্রমিকদল),মোঃ সালাউদ্দিন, মোঃমাসুম,মোঃ এবাদুর হক(প্রধান শিক্ষক),খান মোঃআমিনুল ইসলাম(শিক্ষক) মোঃজাকির হোসেন সবুজ(এজেফাউন্ডেশন),বাবুল তালুকদার(সভাপতি পুজা কমিটি) মোঃমোয়াজ্জেম হোসেন সভাপতি।
Tag :

Please Share This Post in Your Social Media

5 thoughts on “১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ৬নং ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৮নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরে ১৯০০ ভোটারের দাবী

  1. Hello! This post couldn’t be written any better! Reading this post reminds me of my good old room mate!
    He always kept chatting about this. I will forward this page to him.
    Pretty sure he will have a good read. Thank you for sharing!

  2. Empowering Amateur Radio Enthusiasts, Echolink Florida
    connects you to the best amateur radio services. Discover our conference server located
    in Colorado Springs, Colorado, powered by AT&T First Net Fiber Network.

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ৬নং ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৮নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরে ১৯০০ ভোটারের দাবী

Update Time : ০৪:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
বরিশাল প্রতিনিধি:         বরিশালের বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ৬নং ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার পর থেকে পরিচালিত হয়ে আসছে। পূর্বে এই কেন্দ্রটি ইসলামপুর-ঠাকুমল্লিক-বারোকানী নিয়ে গঠিত হয়। পরবর্তীতে ইসলামপুর,ঠাকুরমল্লিক এবং বারোকানী ৩টি ওয়ার্ডে বিভক্ত হয়ে যায়। বর্তমানে ১নং ওয়ার্ডে পশ্চিম ইসলামপুর,মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর এবং হিন্দুপাড়া মিলে প্রায় ২৬০০ ভোটার। কেন্দ্র নিকটবর্তী পশ্চিম ইসলামপুরে ভোটার সংখ্যা ৭০০ এবং মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর এবং হিন্দুপাড়ায় মোট ভোট সংখ্যা ১৯০০+।মধ্য ইসলামপুর,পূর্ব ইসলামপুর এবং হিন্দুপাড়ার ভোটারদের বর্তমান কেন্দ্রে ভোট প্রদানে যাতায়াতে খুবই কষ্টকর। পরিবেশের দিক থেকেও বর্তমান কেন্দ্রের অবস্থান ঝুকিপূর্ণ। মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর এবং হিন্দুপাড়ার ৯০০ মহিলা ভোটার বর্তমান কেন্দ্রে ভোট প্রদানে নিরাপদ মনে করে না বিধায় বিগত দিনে এই কেন্দ্রে মহিলা ভোট ১০-১৫% কাষ্ট হয়ে থাকে। কেন্দ্র হতে ঠাকুর মল্লিক গ্রাম ২০০ গজ দুরবর্তী হওয়ায় উক্ত গ্রামের একটা প্রভাব ৫৪ বছর যাবত চলে আসছে।
id
বর্তমান কেন্দ্রের বিদ্যালয়ের একটি ভবন তাতে দুইটি রূম তারমধ্যে একটি শিক্ষকদের লাইব্রেরী। সুতারং ১টি কক্ষদিয়ে ২৬০০ ভোটারের ভোট গ্রহন সম্ভব নয় বিধায় আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার ১৯০০ ভোটার ৮নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামপুর ভোট কেন্দ্রটি স্থানান্তর করার আবেদন জানাচ্ছি। দীর্ঘ ৫৪বছরে আমাদের শত কষ্টের মধ্যেও আমরা কখনো কেন্দ্র স্থান্তরের দাবী উঠে নাই। বর্তমানে কেন্দ্রে অবস্থিত বিদ্যালয়ে ভোট গ্রহনের মতো কোন ব্যবস্থা না থাকায় আমরা ১৯০০ ভোটার আমাদের যৌক্তিক এবং মৌলিক অধিকার বাস্তবায়নে আমাদের ভোট প্রদানে নিরাপত্তা,ভোট প্রদানের পরিবেশ,প্রভাবমুক্ত কেন্দ্ন এবং নারী ভোটারের ভোট কাষ্টিং এর লক্ষ্য বর্তমান ভোট কেন্দ্রটি ৮নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের জোড়ালো দাবী উঠছে। পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ১৯০০ ভোটারের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। পশ্চিম ইসলামপুরের ৭০০ ভোটারের পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ভোট প্রদানেও কোন সমস্যা নাই।

sonalishopbd.com

আয়োজক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চেয়ারম্যান এ.জে.ফাউন্ডেশন। বক্তব্য রাখেন মোঃ সুজন বেপারী (যুবদল),মোঃ রেজাউল করিম(শ্রমিকদল),মোঃ সালাউদ্দিন, মোঃমাসুম,মোঃ এবাদুর হক(প্রধান শিক্ষক),খান মোঃআমিনুল ইসলাম(শিক্ষক) মোঃজাকির হোসেন সবুজ(এজেফাউন্ডেশন),বাবুল তালুকদার(সভাপতি পুজা কমিটি) মোঃমোয়াজ্জেম হোসেন সভাপতি।