১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রনিকে হত্যার হুমকি-লাঠি মিছিল, জামায়াত-শিবিরের বিরুদ্ধে ফুঁসে উঠল বিএনপি
Reporter Name
- Update Time : ০২:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৭ Time View

মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ২নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে জামায়াত-শিবিরের পক্ষ থেকে হত্যার হুমকি এবং সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। এই বিষয়ে শনিবার (২ নভেম্বর, ২০২৫) বিকেলে সোনাইমুড়ী বাজারস্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, সম্প্রতি ২নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে জামায়াত-শিবিরের কতিপয় কর্মী প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এছাড়াও তারা সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
উপস্থিত নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতিপক্ষ হিসেবে জামায়াত-শিবির নোয়াখালী তথা সোনাইমুড়ীর পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। একজন রাজনৈতিক কর্মীকে হত্যার হুমকি এবং জনবহুল এলাকায় লাঠি মিছিলের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা যেকোনো মূল্যে সংগঠনের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং সন্ত্রাসের রাজনীতিকে সোনাইমুড়ীর মাটি থেকে প্রতিহত করার ঘোষণা দেন।
বিএনপি নেতারা অবিলম্বে মোঃ রনিকে হত্যার হুমকিদাতাদের এবং লাঠি মিছিলে অংশগ্রহণকারী সন্ত্রাস সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, তারা সোনাইমুড়ী উপজেলাবাসীর প্রতি শান্তি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন
পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক.উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি.যুগ্ম আহবায়ক মাসুদের রহমান. জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন.উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন সদস্য সচিব আয়ুব পাটোয়ারী.এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
Tag :





















