০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাইমুড়ীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর হত্যার চেষ্টায় হামলা

Reporter Name
- Update Time : ০৭:৪০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ১১৩ Time View
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিভেদের জেরে একাধিকবার হত্যার চেষ্টায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও পুকুর থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে।
গতকাল সোনাইমুড়ী উপজেলার সোনাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় প্রতিবেশী নিবর, জয় সজিব রাতের আধারে প্রবাসী ইমরানের বাড়ীতে ধারালো অস্ত্র নিয়ে ভাংচুর করে। এর পূর্বে গত ৭ই ফেব্রয়ারী ওমর ফারুক নামে এক ব্যক্তি দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর জখম হন।
হামলা ও লুটের ঘটনায় ভুক্তভোগী সুলতানা বেগম উপজেলার অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বিবাদী হিসেবে সোনাপুর এবাদুল্লাহ সওদাগর বাড়ির ইমাম হোসেনের ছেলে আব্দুর রব সুমনসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৩ ফেব্রুয়ারি অভিযুক্তরা বহিরাগত সন্ত্রাসী নিয়ে বাদীর বসতঘরের আসবাবপত্র ও টিনের বেড়া ভাঙচুর করে। পরে তারা সন্ত্রাসী পাহারায় বাদীর পরিবারের লিজ নেওয়া পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ বেড় দিয়ে লুট করে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুলতানা বেগমের ওয়ারিশী সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে বাদিপক্ষ। ঘটনার দিন তারা সঙ্ঘবদ্ধভাবে বাদীর জমিতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে বিবাদী আব্দুর রব সুমন বাদী সুলতানা বেগমের পরিবারের সদস্য ওমর ফারুককে ধারালো রামদা দিয়ে মাথায় কোপ দেয়। পরে বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা ও অপরাধীদের বিচারে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।
Tag :