০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়া বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে সংঘর্ষ, টমটম চালক নিহত

Reporter Name
- Update Time : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৯ Time View

আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক টমটম চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল এলাকায় আব্দুল মজিদ ও তার ছেলেরা বাড়ির পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে প্রতিবেশী নুরুল কবির ও তার পরিবারের সাথে তাদের বিরোধ বাঁধে। মূলত, নুরুল কবিরদের ব্যবহৃত টয়লেট ওই বাউন্ডারি ওয়ালের জন্য বাধা হয়ে দাঁড়ানোয় এই সমস্যার সৃষ্টি। এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং সম্প্রতি নুরুল কবির এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের করেছিলেন।
গত শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ বিকেলে আব্দুল মজিদ ও তার ছেলেরা আবারও একই স্থানে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে নতুন করে সং-ঘর্ষ শুরু হয়। সং-ঘর্ষ চলাকালীন আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে টমটম চালক নুরুল কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত নুরুল কবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম এবং তিন ভাই জানে আলম, মো. আলম ও মো. আবছারও আহত হয়েছেন।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে। এমন ছোটোখাটো পারিবারিক বা সম্পত্তিগত বিরোধের কারণে প্রায়শই সমাজে এমন দুঃখজনক ঘটনা ঘটছে।
Tag :