০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল পরিমাণ অর্থ জরিমানা

Reporter Name
- Update Time : ০৬:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৭ Time View

আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া জনস্বার্থে প্রশাসনের চলমান অভিযানে ঔষুধের দোকান ও ফিজিওথেরাপি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ঔষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৯টি প্রতিষ্ঠানকে প্রায় ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ৩সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে উপজেলার কেরানীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব খোন্দকার মাহমুদুল হাসান। অভিযানে দেখা যায়, কিছু ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ, নকল বা অননুমোদিত ঔষুধ বিক্রি হচ্ছে এবং ফিজিওথেরাপি সেন্টারগুলোতে চিকিৎসার মান ও লাইসেন্স সংক্রান্ত নানা অনিয়ম রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ৪টি ঔষুধের দোকানকে অনিয়মের দায়ে ৫৫,০০০/- টাকা জরিমানা করা হয়। একই সাথে, ৩টি ফিজিওথেরাপি সেন্টারকে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। যারা ঔষুধ বা চিকিৎসা সেবার নামে জনগণের সাথে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানের সময় উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে আনসার বাহিনীর সদস্যরা। প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানিয়েছে এবং তারা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার হবে।
Tag :