০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সাংবাদিক লিটন চৌধুরীকে শ্যামাপূজার অনুষ্ঠান থেকে তুলে নিয়ে মারধর ও ছিনতাই: চট্টগ্রাম জুড়ে তোলপাড়

Reporter Name
  • Update Time : ০৮:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৭১ Time View
আনিছুর রহমান 
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
​সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান নির্বাহী সদস্য ও দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড সংবাদদাতা লিটন কুমার চৌধুরী (৫৪) গতকাল রোববার (১৯ অক্টোবর) ২০২৫ ইং তারিখ রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। সীতাকুণ্ড কলেজ রোডস্থ নিজ বাসভবনে শ্যামাপূজার অনুষ্ঠান চলাকালীন আসাদ ও তার বাহিনী তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং সর্বস্ব ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
​জানা গেছে, গতকাল রবিবার রাত পৌনে ৯টার দিকে সাংবাদিক লিটন চৌধুরী তাঁর বাড়ির মণ্ডপে শ্যামাপূজা করছিলেন। এই সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী আসাদ ও তার দলবল সেখানে চড়াও হয় এবং সাংবাদিক লিটনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর তাকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
​মারধরের পাশাপাশি দুর্বৃত্ত আসাদ ও তার বাহিনীর সদস্যরা সাংবাদিক লিটন চৌধুরীর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা, ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট, দেড় ভরি ওজনের একটি সোনার চেইন এবং আট আনা ওজনের একটি আংটি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
​সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত লিটন চৌধুরীর অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
​এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সীতাকুণ্ড প্রেস ক্লাব। এক বিবৃতিতে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী অবিলম্বে সন্ত্রাসী আসাদসহ তার বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা মুক্ত সাংবাদিকতার উপর আঘাত। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান ।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

সাংবাদিক লিটন চৌধুরীকে শ্যামাপূজার অনুষ্ঠান থেকে তুলে নিয়ে মারধর ও ছিনতাই: চট্টগ্রাম জুড়ে তোলপাড়

Update Time : ০৮:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
আনিছুর রহমান 
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
​সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান নির্বাহী সদস্য ও দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড সংবাদদাতা লিটন কুমার চৌধুরী (৫৪) গতকাল রোববার (১৯ অক্টোবর) ২০২৫ ইং তারিখ রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। সীতাকুণ্ড কলেজ রোডস্থ নিজ বাসভবনে শ্যামাপূজার অনুষ্ঠান চলাকালীন আসাদ ও তার বাহিনী তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং সর্বস্ব ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
​জানা গেছে, গতকাল রবিবার রাত পৌনে ৯টার দিকে সাংবাদিক লিটন চৌধুরী তাঁর বাড়ির মণ্ডপে শ্যামাপূজা করছিলেন। এই সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী আসাদ ও তার দলবল সেখানে চড়াও হয় এবং সাংবাদিক লিটনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর তাকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
​মারধরের পাশাপাশি দুর্বৃত্ত আসাদ ও তার বাহিনীর সদস্যরা সাংবাদিক লিটন চৌধুরীর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা, ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট, দেড় ভরি ওজনের একটি সোনার চেইন এবং আট আনা ওজনের একটি আংটি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
​সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত লিটন চৌধুরীর অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
​এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সীতাকুণ্ড প্রেস ক্লাব। এক বিবৃতিতে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী অবিলম্বে সন্ত্রাসী আসাদসহ তার বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা মুক্ত সাংবাদিকতার উপর আঘাত। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান ।