১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সংবাদ প্রকাশের ১৭ দিন পর সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ!

Reporter Name
  • Update Time : ১২:৫৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ৭৯ Time View
মোহাম্মদ হানিফ  (নোয়াখালী) প্রতিনিধি :সংবাদ প্রকাশের জেরে চাঁদাবাজির অভিযোগে নোয়াখালীর চাটখিলে সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএসসি ডেন্টাল এ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) উপজেলার মোহাম্মদিয়া সিটি মার্কেটের হলরুমে এই আয়োজন করা হয়। বিএসসি ডেন্টাল এ্যাসোসিয়েশনের ব্যানারে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত প্রযুক্তিবিদ মেহেদি হাসান নিশান।
লিখিত বক্তব্যে মেহেদি হাসান নিশান জানান, কোনরকম তথ্য উপাত্ত ছাড়াই তাদের বিরুদ্ধে ‘নোয়াখালীতে বেড়েছে ভুয়া দাঁতের চিকিৎসকদের দৌরাত্ম্য’  শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। বিজয় টিভির প্রতিবেদক একাধিক মামলার বিতর্কিত ব্যক্তি ও কথিত সাংবাদিক। বিজয় টিভির প্রতিবেদক তাদের কয়েকজন বিএসসি ডিগ্রিধারীদের থেকে মোবাইলে কল দিয়ে চাঁদা দাবি করে অন্যথায় দেখে নেওয়ার হুমকি দেয়। বিজয় টিভির প্রতিবেদকের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হামলা করার কারনে বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলার আসামি। বিজয় টিভির এই প্রতিবেদনের ওপরে ভিত্তি করে স্থানীয় দৈনিক পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এই মিথ্যা তথ্য প্রকাশ করে সংবাদ প্রকাশ করেছে। বিএসসি ডেন্টালে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষমা প্রার্থনা না করলে আদালতে মামলা করা হবে বলেও জানান তিনি।
জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী দৈনিক বাংলা পত্রিকায় ‘দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ যখন ডেন্টিষ্ট’, ৫ ফেব্রুয়ারী দৈনিক সকালের সময় পত্রিকায় ‘চিকিৎসক না হয়েও চিকিৎসা দিচ্ছেন মেহেদী হাসান’, নোয়াখালীর কথা পত্রিকায় ‘চাটখিলে চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা দিচ্ছেন মেহেদী হাসান’ সহ বিভিন্ন গণমাধ্যমে ভুয়া দাঁতের চিকিৎসক মেহেদী হাসানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া ১০ ফেব্রুয়ারী বিজয় টিভিতে ‘নোয়াখালীতে বেড়েছে ভুয়া দাঁতের চিকিৎসকদের দৌরাত্ম্য’  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে নোয়াখালীর বিভিন্ন ভুয়া দাঁতের চিকিৎসকদের তথ্য তুলেধরা হয়। তারই জেরে বিজয় টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি শেখ ফরিদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
 এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহেদী হাসান নিশান জানান, চাঁদাবাজির অভিযোগে গত ১২ ফেব্রুয়ারী চাটখিল থানায় বিজয় টিভির প্রতিনিধি শেখ ফরিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে চাঁদা চাওয়ার কোন অডিও রেকর্ড তিনি সাংবাদিকদের দেখাতে পারেননি। শেখ ফরিদকে বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলার আসামি হিসেবে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হলেও কোন থানায়? কোন মামলায় তাকে আসামি করা হয়েছে তার তথ্য সাংবাদিকদের দিতে পারেননি মেহেদী হাসান নিশান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সারোয়ার হোসেন ভূঁঞা, সহ- সভাপতি মো: কামরুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কমিটির সভাপতি জানান, তারা দাঁতের চিকিৎসা দিতে পারবেন কিনা সেই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে তারা প্র্যাকটিস করতে পারবেন, সেই বিষয়ে যাবতীয় কাগজ রয়েছে।
 বিএসসি ডিগ্রিধারীরা দাঁতের চিকিৎসা দিতে পারবেন কি না সেই বিষয়টি কি নোয়াখালী সিভিল সার্জনের জানান নেই? এমন প্রশ্নে তিনি বলেন- “সিভিল সার্জনদের ব্যাপক রদবদল হয়েছে। অনেকের বদলি হয়েছে, অনেকের প্রমোশন হয়েছে। তবে নোয়াখালী সিভিল সার্জন এই বিষয়ে অবগত আছেন কি না বলতে পারি না।”
সংবাদ সম্মেলনের নানা অভিযোগের বিষয়ে সাংবাদিক শেখ ফরিদ জানান, বিজয় টিভিতে ফেব্রুয়ারীর ১০ তারিখে ‘নোয়াখালীতে বেড়েছে ভুয়া দাঁতের চিকিৎসকদের দৌরাত্ম্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদনে অনেক ভুয়া চিকিৎসকের তথ্য প্রচার করা হয়েছে। জনস্বার্থে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “সংবাদ সম্মেলন যারা করেছে তাদের অভিযোগ গত ২৯ তারিখ আমি চাঁদা দাবি করেছি। এতদিন তাহলে তারা অভিযোগ তোলেনি কেন? মূলত তারা প্রতিবেদনটি বন্ধের জন্য নানা ভাবে নানা জনকে দিয়ে ঘুষের প্রস্তাব দিয়েছে। টাকার কাছে বিক্রি না হয়ে যখন প্রতিবেদনটা টেলিভিশনে সম্প্রচার হয়েছে তখন বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এমন নানা মিথ্যা অভিযোগ তুলছেন। তাছাড়া আমার প্রতিবেদনে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখারের বক্তব্য রয়েছে। সিভিল সার্জন নিশ্চিত করেছেন বিডিএস ডিগ্রি ছাড়া দাঁতের চিকিৎসায় অন্য কোন ডিগ্রি গ্রহণ যোগ্য নয়। তাদের ডিগ্রির বৈধতা থাকলে সেটা কি সিভিল সার্জনের অজানা? ”
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

সংবাদ প্রকাশের ১৭ দিন পর সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ!

Update Time : ১২:৫৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
মোহাম্মদ হানিফ  (নোয়াখালী) প্রতিনিধি :সংবাদ প্রকাশের জেরে চাঁদাবাজির অভিযোগে নোয়াখালীর চাটখিলে সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএসসি ডেন্টাল এ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) উপজেলার মোহাম্মদিয়া সিটি মার্কেটের হলরুমে এই আয়োজন করা হয়। বিএসসি ডেন্টাল এ্যাসোসিয়েশনের ব্যানারে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত প্রযুক্তিবিদ মেহেদি হাসান নিশান।
লিখিত বক্তব্যে মেহেদি হাসান নিশান জানান, কোনরকম তথ্য উপাত্ত ছাড়াই তাদের বিরুদ্ধে ‘নোয়াখালীতে বেড়েছে ভুয়া দাঁতের চিকিৎসকদের দৌরাত্ম্য’  শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। বিজয় টিভির প্রতিবেদক একাধিক মামলার বিতর্কিত ব্যক্তি ও কথিত সাংবাদিক। বিজয় টিভির প্রতিবেদক তাদের কয়েকজন বিএসসি ডিগ্রিধারীদের থেকে মোবাইলে কল দিয়ে চাঁদা দাবি করে অন্যথায় দেখে নেওয়ার হুমকি দেয়। বিজয় টিভির প্রতিবেদকের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হামলা করার কারনে বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলার আসামি। বিজয় টিভির এই প্রতিবেদনের ওপরে ভিত্তি করে স্থানীয় দৈনিক পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এই মিথ্যা তথ্য প্রকাশ করে সংবাদ প্রকাশ করেছে। বিএসসি ডেন্টালে এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষমা প্রার্থনা না করলে আদালতে মামলা করা হবে বলেও জানান তিনি।
জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী দৈনিক বাংলা পত্রিকায় ‘দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ যখন ডেন্টিষ্ট’, ৫ ফেব্রুয়ারী দৈনিক সকালের সময় পত্রিকায় ‘চিকিৎসক না হয়েও চিকিৎসা দিচ্ছেন মেহেদী হাসান’, নোয়াখালীর কথা পত্রিকায় ‘চাটখিলে চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা দিচ্ছেন মেহেদী হাসান’ সহ বিভিন্ন গণমাধ্যমে ভুয়া দাঁতের চিকিৎসক মেহেদী হাসানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া ১০ ফেব্রুয়ারী বিজয় টিভিতে ‘নোয়াখালীতে বেড়েছে ভুয়া দাঁতের চিকিৎসকদের দৌরাত্ম্য’  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে নোয়াখালীর বিভিন্ন ভুয়া দাঁতের চিকিৎসকদের তথ্য তুলেধরা হয়। তারই জেরে বিজয় টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি শেখ ফরিদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
 এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহেদী হাসান নিশান জানান, চাঁদাবাজির অভিযোগে গত ১২ ফেব্রুয়ারী চাটখিল থানায় বিজয় টিভির প্রতিনিধি শেখ ফরিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে চাঁদা চাওয়ার কোন অডিও রেকর্ড তিনি সাংবাদিকদের দেখাতে পারেননি। শেখ ফরিদকে বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলার আসামি হিসেবে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হলেও কোন থানায়? কোন মামলায় তাকে আসামি করা হয়েছে তার তথ্য সাংবাদিকদের দিতে পারেননি মেহেদী হাসান নিশান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সারোয়ার হোসেন ভূঁঞা, সহ- সভাপতি মো: কামরুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কমিটির সভাপতি জানান, তারা দাঁতের চিকিৎসা দিতে পারবেন কিনা সেই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে তারা প্র্যাকটিস করতে পারবেন, সেই বিষয়ে যাবতীয় কাগজ রয়েছে।
 বিএসসি ডিগ্রিধারীরা দাঁতের চিকিৎসা দিতে পারবেন কি না সেই বিষয়টি কি নোয়াখালী সিভিল সার্জনের জানান নেই? এমন প্রশ্নে তিনি বলেন- “সিভিল সার্জনদের ব্যাপক রদবদল হয়েছে। অনেকের বদলি হয়েছে, অনেকের প্রমোশন হয়েছে। তবে নোয়াখালী সিভিল সার্জন এই বিষয়ে অবগত আছেন কি না বলতে পারি না।”
সংবাদ সম্মেলনের নানা অভিযোগের বিষয়ে সাংবাদিক শেখ ফরিদ জানান, বিজয় টিভিতে ফেব্রুয়ারীর ১০ তারিখে ‘নোয়াখালীতে বেড়েছে ভুয়া দাঁতের চিকিৎসকদের দৌরাত্ম্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদনে অনেক ভুয়া চিকিৎসকের তথ্য প্রচার করা হয়েছে। জনস্বার্থে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “সংবাদ সম্মেলন যারা করেছে তাদের অভিযোগ গত ২৯ তারিখ আমি চাঁদা দাবি করেছি। এতদিন তাহলে তারা অভিযোগ তোলেনি কেন? মূলত তারা প্রতিবেদনটি বন্ধের জন্য নানা ভাবে নানা জনকে দিয়ে ঘুষের প্রস্তাব দিয়েছে। টাকার কাছে বিক্রি না হয়ে যখন প্রতিবেদনটা টেলিভিশনে সম্প্রচার হয়েছে তখন বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এমন নানা মিথ্যা অভিযোগ তুলছেন। তাছাড়া আমার প্রতিবেদনে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখারের বক্তব্য রয়েছে। সিভিল সার্জন নিশ্চিত করেছেন বিডিএস ডিগ্রি ছাড়া দাঁতের চিকিৎসায় অন্য কোন ডিগ্রি গ্রহণ যোগ্য নয়। তাদের ডিগ্রির বৈধতা থাকলে সেটা কি সিভিল সার্জনের অজানা? ”