শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময়
- Update Time : ০১:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৯ Time View

মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের সহোযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান,

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুন্নাহার ও জেলা প্রোগ্রাম কর্মকর্তা উত্তম মণ্ডলসহ অন্যরা। এছাড়া শিক্ষক, এনজিও প্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও ইমামসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। বক্তারা- সবাইকে বাল্য বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান। পাশাপাশি প্রজেক্টের মাধ্যমে বাল্য বিয়ে ও শিশু সহিংসতা বন্ধে নানা দিক ও বাল্য বিয়ের কুফল নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

























