শিবগঞ্জে ইসলামি ছাত্র শিবিরের এস এস সি দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

- Update Time : ০১:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৫০ Time View
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার উদ্যোগে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি লক্ষে শিবগঞ্জ কোলাহল কমিউনিটি সেন্টারে আজ সকাল ৯.৩০ মিনিট শনিবার ( ৯ আগস্ট) এস এস সি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা -২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মামুন হাসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক জনাব আব্দুল মোহাইমেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছ তোমাদের ভালোই লাগছে এখন উচ্চতার লেখাপড়ার জন্য কলেজে ভর্তি হবে কলেজে ভর্তি হওয়ার পর তোমাদের জীবনের লক্ষ্য স্থির করতে হবে লক্ষ স্থির করার পর সেই লক্ষ্য অর্জনের জন্য লেখাপড়ার সময় দিতে হবে ।মনোযোগী হতে হবে। লেখা পড়াতে পরিশ্রমই হতে হবে। ইন্টারমিডিয়েট পরীক্ষায় যদি তোমরা ভালো কিছু না করতে পারো তাহলে ভবিষ্যতে কিছুই করতে পারবে না অন্ধকার হয়ে যাবে এই জন্য তোমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে মনে রাখতে হবে পরিশ্রমের বিকল্প নেই। তোমাদের টার্গেট পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এরপর ইন্টারমিডিয়েট নিয়ে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তোমরা সর্বোচ্চ আনন্দ অর্জন করার সুযোগ পাবে। কাজেই ইন্টারমিডিয়েটটা সর্বোচ্চ ভালো ফল লাভের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে । যদি কিছু না করতে পারো তাহলে জীবনে কোনদিনই প্রতিষ্ঠিত হতে পারবে না । তোমাদের কোন মূল্যায়ন হবে না ।জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে তোমরাই সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিবে।বলে আমরা সকলেই আশাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা গণমানুষের নেতা চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি প্রার্থী ড• মোঃ কেরামত আলী।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেনা তাদের ভাগ্যের পরিবর্তন কোনো দিনই হয় না তোমাদেরকোরআন সুন্নাহর অনুযায়ী চরিত্র গঠন করতে হবে। কোরআন পড়তে হবে কোরআন থেকে ই জ্ঞান অর্জন করতে হবে, নিজেদের তৈরি করতে হবে। চলমান স্রোতে ভাসিয়ে দিলে চলবে না। সমাজে হত্যা ,খুন,গুম, টেন্ডারবাজি, ইভটিচিং, দুর্নীতি চাঁদাবাজি ও অনৈতিক কাজের বিপরীতে তোমাদের মেধাকে কাজে লাগিয়ে আগামী দিন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বলে আমরা আশাবাদী।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।