০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে অর্থ লেনদেন না মেলায় ধর্ষণ নাটক সাজানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- Update Time : ০২:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৬৫ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বউ তালাকের বিষয়ে অর্থনৈতিক লেনদেনে রাজি না হওয়ায় ধর্ষণ নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার । সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের ভুক্তভোগী পরিবার এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে । সম্মেলনে মো: আফসার আলী টুলু এর স্ত্রী মায়মুনা বেগম অভিযোগ করে বলেন, গত ৮ বছর আগে আমার ছেলে মাসুদ রানার সাথে মোবারকপুর টিকরি গ্রামের অসীম আলীর মেয়ে তানিয়া খাতুনের বিবাহ হয় । পারিবারিক কলহ সহ বিভিন্ন কারনে মেয়ের পরিবার তাদের মেয়েকে তালাক করিয়ে নেয়ার জন্য তাদের মেয়েকে নিয়ে চলে যায় এবং গত কয়েকদিন আগে আমার স্বামী অর্থাৎ মেয়ের শশুরকে ডেকে পাঠায়। সেখানে গেলে মেয়ের পরিবারের লোকজন মোহরানা ৩৫ হাজার টাকা থাকলেও ১ লক্ষ ২৬ হাজার টাকা দাবী করে। কিন্তু আমার স্বামী তা দিতে অস্বীকৃতি জানালে তারা ষড়যন্ত্র করে আমার স্বামীকে মারধর করে এবং জোরপূর্বক তার পুত্রবধুর শ্লীলতাহানির চেষ্টার কথা স্বীকার করিয়ে নেয়, যেটা একদমই মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত । এসময় তারা এমন জঘন্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এই ঘটনায় ভুক্তভোগী আফসার আলী টুলুর মুক্তির দাবী করেন তার পরিবার।
এসময় ভুক্তভোগী আফসার আলী টুলুর মা, ভাই, বোন, মেয়ে ও অপর পুত্রবধু স্মৃতি খাতুন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Tag :
Promote our brand and get paid—enroll in our affiliate program! https://shorturl.fm/SKzZ1
Partner with us for high-paying affiliate deals—join now! https://shorturl.fm/ccBTt