শিবগঞ্জের ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানব বন্ধন অনুষ্ঠিত।
- Update Time : ০৯:৪৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৩৩ Time View

মোঃ জালাল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জঃ
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কতৃক অবৈধ ভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে ছাটায়ের দাবীতে ও শিবগঞ্জ ইসলামী ব্যাংকের সামনে আজ ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় এক মানব বন্ধন করা হাসছে। উক্ত মানববন্ধনে শিবগঞ্জ ফিলিং ষ্টেশনের প্রোপাইটর জহিরুল কাইয়ুম বাবর বালান, এস আলম ইসলামী ব্যাংকের দখল নেয়ার পর ইসলামী ব্যাংক ধ্বংশ ও সবার মান নষ্ট করতে চট্টগ্রাম পটিয়ার পানের দোকানদার, বাড়ীর কাজের বুয়া,অটো চালক, রাজমিস্ত্রির সহকারী ও সাম্পানের রংমিস্ত্রীসহ বিভিন্ন পেশার অশিক্ষিত- অর্ধশিক্ষিত লোক নিয়োগ করে। কোন বিজ্ঞাপন ও চাকুরীর পরীক্ষা ছাড়াই মোটা অংকের অর্থর বিনিময়ে সম্পূর্ণ অবৈধ ভাবে, ভাবে ৮ হাজার ৩৪০ ভানকে নিয়োগ দেয়। অবিলম্বে এসব কর্মচারীদের নিয়োগ বাতিল করে পূর্বের সম্মান ফিরিয়ে আনতে হবে।
আমরা আর ইসলামী ব্যাংকের ক্ষতি দেখতে চাইনা। এব্যাংক থেকে ৬০ বছরের প্রায় দশ হাজার কোটি টাকা নিয়ে যাবার কারনে এ এলাকায় সুযোগ থাকা সত্ত্বেও কোন শিল্প কারখানা গড়ে উঠেনি। আমরা শিবগঞ্জ উপজেলাবাসী সব সময় ইসলামী ব্যাংকের পর্শে ছিলাম সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংক আমাদের ব্যংক।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ শিল্প ও সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী
মানবন্ধানের সময় ব্যাংকের গ্রহকসহ বিভিন্ন শ্রেণীর পেশা জীবির মানুষ উপস্থিত ছিলেন।

























