শান্তিরঞ্জনের ঘুষ বানিজ্যের মেলা–মোশারফ হোসেন

- Update Time : ০৪:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ২৫০ Time View
বৈষম্যবিরোধী আন্দোলনেরআবর্তে আজসবকিছুরইপরিবর্তন ঘটছে। পরিবর্তনের সাথে সাথে আমাদেরজিবনেরচলাফেরা, বচন ভঙ্গি, রূপ ও রঙ্গের সাথে সাথে নতুনকিছুঅদৃশ্য ভবিষ্যৎএসেঅতীতেরসবকিছুগ্রাসকরছে। বৈষম্যবিরোধী আন্দোলনেপরিবর্তনের ছোঁয়ায়নবীনআত্মপ্রকাশকরেছে। সকালেরসূর্য্য , সন্ধ্যারউলুধ্বনি, রাতেরনিস্তব্দতা, পাখীরকলরব ও নদীরপানিরকলকলশব্দসবইঠিকঠাক কেবলআমাদেরজিবনেরমাঝেচাহিদারহায়হতাশ। জীবনচলার পথে মাঝেমাঝেআমরা পথ হারাইয়া ফেলি। তখনজীবনশূন্যতাবোধেহাহাকারকরে উঠে মন, জীবনখুজেপায়নাজীবনেরমানে, তখনইনিজকেনিজেরমধ্যে খুজতে থাকি। নিজকেখুজে পেতেহলেনিরবেঅতীতকেভাবলেইনিজের দোষগুলো বেরিয়েআসবে। আজকের লেখার প্রসঙ্গ -ঘুষখোরদেরকেনিয়ে। গ্যালিলিওবলেছিলেন জগতে যখন মূর্খেরসংখ্যা বেডেযায়, তখনসত্য প্রকাশ দূরূহহয়েপড়ে। আজআমাদের দেশে যেভাবেসরকারেরবিভিন্নঅফিসআদালতেঘুষখোর ও দূর্নীতিবাজদেরসংখ্যাবাড়ছে, সত্যিইঅকল্পনীয়। ভ’মিমন্ত্রনালয়েরইউনিয়নভ’মিঅফিসেরদিকেএকটুগভীরভাবেতাকালেদেখ যায়ঘুষআদায়রেখেলা। বৈষম্যবিরোধী আন্দোলনেরআবর্তে আজসবকিছুরইপরিবর্তন ঘটছে। পরিবর্তনের সাথে সাথে আমাদেরজিবনেরচলাফেরা, বচন ভঙ্গি, রূপ ও রঙ্গের সাথে সাথে নতুনকিছুঅদৃশ্য ভবিষ্যৎএসেঅতীতেরসবকিছুগ্রাসকরছে। বৈষম্যবিরোধী আন্দোলনেপরিবর্তনের ছোঁয়ায়নবীনআত্মপ্রকাশকরেছে। সকালেরসূর্য্য¯œান, সন্ধ্যারউলুধ্বনি, রাতেরনিস্তব্দতা, পাখীরকলরব ও নদীরপানিরকলকলশব্দসবইঠিকঠাক কেবলআমাদেরজিবনেরমাঝেচাহিদারহায়হতাশ। জীবনচলার পথে মাঝেমাঝেআমরা পথ হারাইয়া ফেলি। তখনজীবনশূন্যতাবোধেহাহাকারকরে উঠে মন, জীবনখুজেপায়নাজীবনেরমানে, তখনইনিজকেনিজেরমধ্যে খুজতে থাকি। নিজকেখুজে পেতেহলেনিরবেঅতীতকেভাবলেইনিজের দোষগুলো বেরিয়েআসবে। আজকের লেখার প্রসঙ্গ -ঘুষখোরদেরকেনিয়ে। গ্যালিলিওবলেছিলেন জগতে যখন মূর্খেরসংখ্যা বেডেযায়, তখনসত্য প্রকাশ দূরূহহয়েপড়ে। আজআমাদের দেশে যেভাবেসরকারেরবিভিন্নঅফিসআদালতেঘুষখোর ও দূর্নীতিবাজদেরসংখ্যাবাড়ছে, সত্যিইঅকল্পনীয়। ভ’মিমন্ত্রনালয়েরইউনিয়নভ’মিঅফিসেরদিকেএকটুগভীরভাবেতাকালেদেখ যায়ঘুষআদায়রেখেলা।
চাঁনপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দীর্ঘদিন যাবৎ না থাকার কারনে
জনস্বার্থে মহেশপুর ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত শান্তি রঞ্জনকে চাঁনপুর
ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্ব দেওয়ার সুযোগে নিরক্ষর কৃষকদের নামজারী ও ভূমি
উন্নয়ন কর পরিশোধ Ki‡Z গেলে, সে নানা ধরনের আইন কানুন বলে বিপুল অংকের
UvKv nvwZ‡q †bq| MZ 24/6/2025 Bs Zvwi‡L চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর
মৌজার ২১৩ নং বিআরএস খতিয়ানের মালিকের ভূমি উন্নয়ন কর 2024-2025
অর্থবছরের ৪৫৬/= চারশত ছাপ্পান্ন টাকা পরিশোধ রসিদ নং-৬৮৬৪২৫০৫৪৭৭২
দেখা যায় কিন্তু খতিয়ানের মালিক আয়ূব আলীর নিকট হইতে শান্তিরঞ্জন নগদ
৪০০০/= চারহাজার টাকা আদায় করেছে বলে ভোক্তভোগী জানান। বেশ কয়েক বৎসর
আগে শান্তিরঞ্জন চানপুর ইউনিয়নে থাকাকালীন মাঝেরচরের মজনু মিয়া ও আঃ
বারিকের নিকট হইতে নামজারী জমাভাগের নামে অনেক টাকা আত্মসাৎ করে অন্যত্র
বদলী হয়ে যায়। অদ্যাবধি ভোক্তভোগীরা তাদের প্রাপ্য টাকা পাননি বলে জানিয়েছেন।
তাকে ঘুষ না দিলে ভূমি উন্নয়ন কর দাখিলা দেন না। ফলে কৃষক Zvi প্রয়োজনে জমি
রেজিস্ট্রি করতে পারছে না। ভূমি উন্নয়ন কর পরিশোধের স স্যার অনিয়মেরকারনেসরকারলক্ষলক্ষটাকারাজস্ব আদায় থেকে বঞ্চিতহচ্ছে। মহেশপুরইউনিয়নভ’মিঅফিসেচলছেশান্তিরঞ্জনেরঘুষবানিজ্যের মেলা।এইহলআমাদেরসরকারীকর্মচারীদেরদেশপ্রেম। ঘুষখোরদেরব্যাপারেঅনেক লেখেছি। লেখনিরমাধ্যমে প্রশাসনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। সবাইনিরবভ’মিকাপালনকরে। ঘিদিয়েনিমপাতাভাজলেও যেমনমিঠা হয় না, ঠিক তেমনিঘুষখোরের স্বভাবকখনোপরিবর্তন হয় না। জাহাজেরচারিপাশেপানি থাকেকিন্তু জাহাজডুবেনা, যখনইপানিজাহাজেরভিতরপ্রবেশকরেতখনইডুবে। দেখাযাকফ্যাসিস্ট সমর্থিত ঘুষখোরভ’মিউপসহকারীশান্তিরঞ্জনকেনোবলেবজিয়ীইউনুসস্যারকোথায়রাখেন।