লাশে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

- Update Time : ০৫:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ৬৩ Time View
বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিল্পাঞ্চল কলেজ সহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ জুন ) সকালে পলাশ শিল্পাঞ্চল কলেজ সহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়। পরীক্ষাকেন্দ্রের আশপাশে অবস্থানরত অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয় স্যালাইন ও বিশুদ্ধ পানি।
এই কার্যক্রমে নেতৃত্ব পলাশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজীব ও পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা, সভাপতি আখলাদ হোসেন,
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আশরাফ হোসেন নিরব, সিনিয়র যুগ্ম আহবায়ক ঘোড়াশাল পৌরসভা, লুতফর রহমান, যুগ্ম আহবায়ক ঘোড়াশাল পৌরসভা, রিয়াদ মিয়া, পলাশ উপজেলা ছাত্রদল নেতা, তারিকুল ইসলাম অপু যুগ্ম আহবায়ক ঘোড়াশাল পৌরসভা
পলাশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজীব ও পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা, সভাপতি আখলাদ হোসেন, জানান, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে
বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও পলাশের এমপি ড. আবদুল মঈন খান এর পক্ষে
এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
এসময় অভিভাবক জুয়েল বলেন ছাত্রদলের এই প্রোগ্রাকে স্বাগত জানিয়ে বলেন শিক্ষায় মনোনিবেশে ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থেকে বন্ধু সুলভ আচরণ করবে।ছাত্রদলের এ উদ্যোগ আগামীতেও অব্যহত রাখার আহবান জানান অভিভাবকরা।
এইচএসসি পরীক্ষার্থীরাদের ছাত্রদলের এমন উদ্যোগক চলমান থাকবে বলে জানিয়েছে ছাত্রদলের উপস্থিত নেতৃবৃন্দ।