লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ২ নিহত, ২০ আহত
- Update Time : ০৪:২৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৫৩ Time View
মোঃওমর ফারুক ,রায়পুর (লক্ষীপুর) : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি দেওয়ান বাড়ির পাশে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইজুদ্দিন (৩৫) ও আবু খাঁ (৫০)।
নিহতরা সাইজুদ্দিন ওই ইউনিয়নের পুরান বেড়ি দেওয়ান বাড়ির হানিফ দাওয়ানের ছেলে, এবং আবু খাঁ একই ইউনিয়নের খাঁ বাড়ির বদু খাঁর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষটি উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিনের জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে।

সরকার পতনের পর ফারুক কবিরাজ ও সামিম গাজী গ্রুপের মধ্যে মাছ ঘাট এবং চরের জমি দখল নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়, যার ফলে কয়েকজন আহত হয়েছিল। সোমবারের সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যা ২ জনের প্রাণহানি এবং আরও ২০ জনের আহত হওয়ার কারণ হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, সহিংসতা রোধ করতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত, এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।































