রাষ্ট্রধর্ম ইসলামের বাংলাদেশে রাষ্ট্রিয় উদ্যোগে সরকার-জণগণ সম্মিলিতভাবে মাহে রমযান বান বাংলাদেশ নেজামে ইসলাম পাটিরপালনের আহ

- Update Time : ১২:০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ২১৬ Time View
বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেছেন , বিরানব্বই শতাংশ মুসলমানের বাংলাদেশে মাহে রমযান দেশের নাগরিকওসরকারীভাবে পালনের মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশকে মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত হতে হবে। শনিবার (১মার্চ ২০২৫ইং) মাহে রমযান উপলক্ষ্যে বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মাওলানা ওবায়দুল হক স্বাধীনতার ৫৪ বছরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রিয়ভাবে কোন কার্যক্রম পরিচালনা নাহলেও বর্তমান অন্তবতীাকালীন সরকার বিরানব্বই বা নিরন্কুশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সকল কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বের চার ভাগের এক ভাগ মানুষ মুসলমান তাই বিশ্বের বুকে বাংলাদশকে সুপরিচিত ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে এদেশে ইসলামের চচা বাড়াতে সহযোগিতা করতে হবে।
মাওলানা ওবায়দুল হক বলেন, রমযান মাস মুসলমানের অন্যতম ইবাদতের মাসে মানুষ যাতে রোযা রেখে কাজকর্ম করতে পারে সে দিকে সরকার -জণগণ ঊভয়কে সতর্ক থাকতে হবে।
রমযান মাসে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ রাখা , দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ রাখা , ধনীদের যাকাত আদায়ের ব্যাপক কার্যক্রম পরিচালনা করা, মসজিদ-মাদ্রাসাসহ ইসলামী প্রতিষ্ঠানগুলোকে অনুদান প্রদান করা, সিনেমাহল সহ সকল অনৈসলামিক কার্যক্রম নিয়ন্ত্রণ করাসহ সকল ধরনের দূনীতি-ঘুষ-চাদাবাজি বন্ধে প্রচারণা চালাতে হবে।
দেশবাসী ও মুসলিম উম্মাহকে , মাহে রমজান পবিত্রতা বজায় রাখার আহবান জানিয়ে মাওলানা ওবায়দুল হক বলেন, রমযান মাসের শারীরিক ওমানষিক আত্মশুদ্ধি বজায় রাখতে হবে। রমযান মাসে সমাাজের, দেশের বিশ্বের সকল প্রকার অশান্তি ,পাপচার দুর করে শান্তিপূর্ণ
বিশ্ব গড়তে রমযান মাসকে কাজে লাগাতে ও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।