রায়পুরায় বিদ্যুতের লোডশেডিং

- Update Time : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ১১২ Time View
রায়পুরা (নরসিংদী) থেকে মোশারফ হোসেন – একজন মানুষ পৃথিবীতে একবারই জন্ম নেয়। জন্ম
থেকে মৃত্যুঅব্দির মাঝ খানের সময়টুকুই জীবন। সে সময়টুকু সৎ ও নিষ্ঠার সাথে কাজ কর্ম করে
একটু প্রশান্তি সকল মানুষের কাম্য। রায়পুরা উপজেলা মূলত কৃষি এলাকা। সারাদিন কিষান কিষানী
মাঠে কাজ করে অবসরে বিদ্যুতের লোডশেডিং এর কারনে একটু জিরাতে পারেনি। দেশের কাঁচা তরকারী
ওঅন্যান্য কৃষিজাত দ্রব্য রায়পুরাতেই বেশী জন্মের ফলে দেশের বিভিন্ন জেলার চাহিদা মেটায়। আজ
দীর্ঘ বৎসরের উপর হবে রায়পুরা উপজেলাসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতি
প্রত্যেক শনিবার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। রায়পুরার সাধারন মানুষ বিদ্যুৎ গ্রাহকরা
নিয়মিত বিল পরিশোধ করে আসছে। কেন পল্লী বিদ্যুৎ রায়পুরাতে শনিবার দিন বিদ্যুৎ সরবরাহ
নিয়ে বিমাতাসূলব আচরন করছে ? প্রতি শনিবার রায়পুরায় ১১ ঘণ্টা টানা লোডশেডিং, প্রতিশ্রুত
সময়েও বিদ্যুৎ ফেরে না। প্রতি সপ্তাহের শনিবার নিয়মিতভাবে ভয়াবহ লোডশেডিং পরিস্থিতি দেখা
দিচ্ছে। আজ রবিবারও রায়পুরা রেজিষ্ট্রি অফিসে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পেরিয়ে
গেলেও বিদ্যুতের দেখা নেই, কিভাবে অফিস আদালত চলবে। এই লোড শেডিংএ সরকার রায়পুরা থেকে
অনেক রাজস্ব আদায় বন্ধের কারন। তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন, পানির সংকট
দেখা দিয়েছে, ফ্রিজের খাবার সংরক্ষণ, নামাজ ও পড়াশোনার মতো নিত্যপ্রয়োজনীয় কাজও বন্ধ
হয়ে যাচ্ছে।অতি জরুরীভাবে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী।