রায়পুরায় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাকিং সাহেরচর বাজার শাখায় দুর্ধর্ষ চুরি
- Update Time : ০১:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২২৭ Time View

রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাকিং সাহেরচর বাজার
শাখায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চার লক্ষাধিক নগদ অর্থ ও
দুইটি ল্যাবটপ নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গেলো শুক্রবার দিবাগত
রাতে।এজেন্ট ব্যাংকিংএর স্বত্তাধীকারী মো: শফিকুল ইসলাম জানান,
প্রতিদিনের ন্যায় রাতে তার এজিন্ট ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে
বাড়ীতে চলে যান। পরের দিন সকালে গিয়ে ব্যাংকের দরজা খুলেই দেখতে
পান সার্টারের নিচে দিয়ে কাটা। পরে ভিতরে ডুকে দেখেন ব্যাংকের
প্রতিটি ড্রয়ারের তালা ভাংগা। এই সময় খোঁজ নিয়ে দেখেন তারা
রাখা অর্থ ও ল্যাবটপ নেই। পরে শনিবার রাতে থানায় একটি অজ্ঞাত
অভিযোগ দায়ের করেন।
এ সময় তিনি আরো বলেন তিনি বিভিন্ন এনজিও সহ ধার কর্জ করে
এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আস ছিলেন্ধসঢ়; । এ চুরির ঘটনায়
নিঃস্ব হয়ে গেছেন বলে তার দাবী।।
মেহেদী হাসান রিপন

























