রায়পুরায় জনসমুদ্র! চরমোনাই পীর ঘোষণা দিলেন হাতপাখার প্রার্থী”

- Update Time : ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ Time View
রোমান পথিক, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে বুধবার বিকেলে মানুষের ঢল নামে পৌরসভার মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন (শিপন মোল্লার) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সিনিয়র নায়েবে আমীর মুফতি শাহ্ ইফতেখার তারিক, মাওলানা শওকত হোসেনসহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ও কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মোঃ বদরুজ্জামান। হাজারো জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার হাতে হাতপাখা প্রতীক উপহার দিয়ে রায়পুরা উপজেলার সংসদ প্রার্থী ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই। এসময় অন্যান্য বক্তারা বলেন, রায়পুরাকে শান্তি ও উন্নয়নের জনপদে রূপান্তর করতে হলে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে ঐক্যবদ্ধ হতে হবে।