রায়পুরায় আন্তর্জাতিক মানের ম্যারাথন: দৌড়াবেন দেশ-বিদেশের ৭ শতাধিক দৌড়বিদ
- Update Time : ১২:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৬০ Time View
রোমান পথিক, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ম্যারাথন প্রতিযোগিতা। ‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেবেন দেশি-বিদেশি ৭ শতাধিক দৌড়বিদ।
উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে চারটি ক্যাটাগরিতে হবে এ প্রতিযোগিতা। শিশু থেকে প্রবীণ—সব বয়সের নারী-পুরুষ এতে অংশ নেবেন। আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজন রায়পুরাকে দেশের বাইরে ব্র্যান্ডিং করতে বড় ভূমিকা রাখবে।
আগামী ৩ অক্টোবর হবে মূল প্রতিযোগিতা। এর আগের দিন ২ অক্টোবর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী অংশ নিচ্ছেন—৪২ কিলোমিটার ম্যারাথনে ১৮০ জন, ২১ কিলোমিটারে ১৮৫ জন, ১০ কিলোমিটারে ৩৫০ জন নারী-পুরুষ, আর শিশুদের ৫০০ মিটার দৌড়ে অংশ নেবে ৩০ জন প্রতিযোগী।
প্রতিযোগিতার দিন নরসিংদী–রায়পুরা আন্তঃজেলা সড়কের নির্ধারিত অংশকে সাজানো হবে দৌড়ের উপযোগী করে। নিরাপত্তায় থাকবে দুই শতাধিক স্বেচ্ছাসেবক, পুলিশ, আনসার, গ্রামপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দেড়শ’ সদস্য। থাকবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক টিমও।
প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বুধবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত RAIPURA MARATHON MEET THE PRESS অনুষ্ঠানে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যারাথনের সভাপতি মো. মাসুদ রানা এবং রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা সার্কেল এএসপি বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ, ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।






























