রায়পুরায় অবৈধ দুটি ইটভাটা বন্ধের দাবী
- Update Time : ০২:৫৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২২ Time View

রায়পুরা প্রতিনিধি :ইট ভাটায় নষ্ঠ হচ্ছে ফসলী জমি,সৃষ্টি হচ্ছে শিশু ও বৃদ্ধের শ^াষ
কষ্ঠসহ নানা রোগের,পাচ্ছেন না গ্রামবাসী ফলজ গাছের ফল।
নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর ও
বইরতলার গ্রামবাসী এক প্রতিবাদ সভার মাধ্যমে এ অভিযোগ
করেন। এলাকাবাসীর ব্যানারে আজ বুধবার বিকেলে আব্দুল্লাহপুর
গ্রামে অনুষ্টিত প্রতিবাদ সভায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট
গ্রামের পাশে গড়ে উঠা পরিবেশ বিনষ্ঠকারী ও ক্ষতিকর ইটভাটা
বন্ধের জোর দাবী জানান বক্তারা। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন
অব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল
বাছেদ। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো এনামুল
হক নয়ন। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ডাক্তার তারেক
আহম্মেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুুগ্ম আহবায়ক মো
এনামুল হক মনির,ম্বেচ্ছাসেবক দলের নেতা মো শফিকুল
ইসলাম,ইউপি মেম্বার মো জাকির হোসেন,বরইতলা গ্রামের
সমাজসেবক আবুল কাশেম,দিদার মোল্লাসহ অনেকে।
#
মেহেদী হাসান রিপন
রায়পুরা,নরসিংদী।
























