রায়পুরায় অবৈধ এক আইসক্রিম ফ্যাক্টরীতে ফোর-ফরট্রি বিদ্যুৎ সংযোগে আতঙ্কে ২০ পরিবার

- Update Time : ০২:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১৬২ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
রায়পুরায় প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় উপজেলার দূর্ঘম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের কালিপুর গ্রামে এক অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিতে ফোর- ফরট্রি বিদ্যুৎ সংযোগ দেওয়ার ফলে আতঙ্কে দিন কাটছে ২০ পরিবারের লোকজন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে নরসিংদী পল্লী-২,এর আওতাধীন বাঁশগাড়ী সাব-জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঔ ভোক্তভোগী পরিবার গুলো।
ভোক্তভোগী পরিবার গুলোর অভিযোগ, অবৈধ আইসক্রিম ফ্যাক্টরীর মালিক নিজ ক্ষমতা বলে মূল সড়ক থেকে তার বাড়ী পর্যন্ত আইসক্রিম ফ্যাক্টরীরতে ফোর-ফরট্রি সংযোগ নেয়। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বিদ্যূৎ লাইনের নীচের পরিবারের গুলোর সদস্যাদের সব সময় আতঙ্কে থাকতে হয় তাদের শিশু সন্তানদের নিয়ে। কদিন পর পর ঔ লাইনে আগুন লেগে থাকে। ঔ আইসফ্যাক্টরিটি অন্যত্রে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জোরদাবী জানান ঔ ভোক্তভোগী পরিবার গুলো।
্এ বিষয়ে মুঠোফোনে কথা হয় পল্লী বিদ্যৎ সমিতির বাঁশগাড়ী সাব জোনাল অফিসের এজিএম মো: শহীদুল্লাহর সাথে। তিনি জানান লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থও পরিদর্শন করা হয়েছে। ঔ বিদ্যৎ সংযোগটি গত চার বছর পূর্বে সকল শর্ত মেনে সংযোগ নিয়েছিলো।
#################################################################################
রায়পুরায় অবৈধ এক আইসক্রিম ফ্যাক্টরীতে ফোর-ফরট্রি বিদ্যুৎ সংযোগে আতঙ্কে ২০ পরিবার
রায়পুরায় প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় উপজেলার দূর্ঘম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের কালিপুর গ্রামে এক অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিতে ফোর- ফরট্রি বিদ্যুৎ সংযোগ দেওয়ার ফলে আতঙ্কে দিন কাটছে ২০ পরিবারের লোকজন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে নরসিংদী পল্লী-২,এর আওতাধীন বাঁশগাড়ী সাব-জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঔ ভোক্তভোগী পরিবার গুলো।
ভোক্তভোগী পরিবার গুলোর অভিযোগ, অবৈধ আইসক্রিম ফ্যাক্টরীর মালিক নিজ ক্ষমতা বলে মূল সড়ক থেকে তার বাড়ী পর্যন্ত আইসক্রিম ফ্যাক্টরীরতে ফোর-ফরট্রি সংযোগ নেয়। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বিদ্যূৎ লাইনের নীচের পরিবারের গুলোর সদস্যাদের সব সময় আতঙ্কে থাকতে হয় তাদের শিশু সন্তানদের নিয়ে। কদিন পর পর ঔ লাইনে আগুন লেগে থাকে। ঔ আইসফ্যাক্টরিটি অন্যত্রে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জোরদাবী জানান ঔ ভোক্তভোগী পরিবার গুলো।
্এ বিষয়ে মুঠোফোনে কথা হয় পল্লী বিদ্যৎ সমিতির বাঁশগাড়ী সাব জোনাল অফিসের এজিএম মো: শহীদুল্লাহর সাথে। তিনি জানান লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থও পরিদর্শন করা হয়েছে। ঔ বিদ্যৎ সংযোগটি গত চার বছর পূর্বে সকল শর্ত মেনে সংযোগ নিয়েছিলো।
#
Good https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2