১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপুরে রাস্তায় কচুগাছ ও বীজ রোপন করে মাটির রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
Reporter Name
- Update Time : ০৪:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৩০ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি এবং চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির কর্দমাক্ত রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তালুকদার বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাস্তায় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে বীজ ও কচুগাছ রোপণ করে এলাকাবাসী তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন, উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন এবং খলিলুর রহমান মৃধা।
বক্তারা বলেন, “বিগত বহু বছর ধরে এই সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তির শেষ নেই।”
তাঁরা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
Tag :

























