১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অপহরন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার এক যুবক,জেল হাজতে প্রেরণ
শহিদুল ইসলাম
- Update Time : ০৪:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩০ Time View

শহিদুল ইসলাম মাসুদ রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) অপহরন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে সুলতান আকন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের গালুয়ার উত্তর দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. সুলতান আকন (৪০) কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পাশ্ববর্তী জাহাঙ্গীর খাঁর সুপারি ও নারিকেল বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধ র্ষণ চেষ্টা চালালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন। এসময় অভিযুক্ত পালিয়ে যায়।

পরে পুলিশের অভিযানে বুধবার রাতে সুলতান আকনকে গ্রেফতার করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
Tag :

























