০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপুরে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Reporter Name
- Update Time : ১২:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৫৩ Time View

আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে কুয়েত প্রবাসী আবুল হাওলাদারের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) রাতের কোনো এক সময়ে চোরের দল টিনসেট ঘরের পাশের ইটের দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী আবুল হাওলাদারের বড় ভাই মিজান হাওলাদার জানান, আবুলের স্ত্রী ডলী বেগম ও মেয়ে তন্বী বুধবার বিকেলে পার্শ্ববর্তী বড়ইয়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে এসে তারা ঘরের সামনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
পরবর্তীতে ঘরের আলমিরা পরীক্ষা করে দেখা যায়, সেখানে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটি, একটি নাকফুল এবং ১ ভরি রুপার গহনাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। চোরের দল ঘরের পশ্চিম পাশের ইট ভেঙে প্রবেশ করে এমন আলামত পাওয়া গেছে।

চুরির ঘটনাটি নিশ্চিত করে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্ত করতে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এ বিষয়ে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। তারা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
Tag :