রাজশাহী মোহনপুর উপজেলাতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে স্বারকলিপি প্রদান
- Update Time : ০৩:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৭৬ Time View

স্টাফ রিপোর্টার , মো: আতিকুর রহমান :
রাজশাহীর মোহনপুর উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্বারকলিপি দিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে শিক্ষক-কর্মচারীরা জানান, বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ—যা বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তারা দাবি জানান, বাড়িভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ, উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার জন্য দ্রুত প্রজ্ঞাপন জারি করা।
স্বারকলিপিতে আরও বলা হয়, শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো না হলে সংসার চালানো ও মৌলিক প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। তাই তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে দাবিগুলো বাস্তবায়নের জোর আহ্বান জানান।
উল্লেখ্য, মোহনপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এই স্বারকলিপিতে স্বাক্ষর করে যৌথভাবে উপজেলা প্রশাসনের মাধ্যমে তা প্রেরণ করেন।
























