০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন আজ
Reporter Name
- Update Time : ০৫:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১১১ Time View

স্টাফ রিপোর্টার : মো: আতিকুর রহমান : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ অনুষ্ঠিত হচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ভোটগ্রহণ চলছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন ও আবাসিক হলে স্থাপন করা হয়েছে ভোটকেন্দ্র। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোট দিতে উপস্থিত হচ্ছেন সকাল থেকেই।
নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্য। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য গঠন করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি নির্বাচন কমিটি।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কয়েক দশক আগে। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার চর্চার এই নির্বাচনে অংশ নিচ্ছেন উচ্ছ্বাসের সঙ্গে।
ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Tag :

























