রাজশাহী জেলার বাগমারায় এক হবু স্ত্রীর লাল পাঞ্জাবির স্বপ্ন পূরণ হলো না

- Update Time : ১১:৫০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৪০ Time View
মোঃ সাইফুল ইসলাম, বাগমারাঃ রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দ পাড়া ইউনিয়নের খাজুর করখন্ড গ্রামের এক হবু স্ত্রীর লাল পাঞ্জাবির স্বপ্ন হলো না পূরণ। গত শুক্রবার, (১১ই জুলাই) ছিল সুমনের বিয়ে। সুমনের বিয়ের রীতিমত প্রায় সকল কিছুই কেনাকাটা শেষ করেছিল সে। আত্নীয়- স্বজনসহ ঘরের মানুষজন আনন্দে মেতে উঠেছিল। তার হবু স্ত্রী বলেছিল—
“বিয়ের দিন একটা লাল পাঞ্জাবি কিনে নিও…আর ওটাই পরে বিয়েতে এসো…”
হবু স্ত্রীর কথা না রাখলে কি হয়, কিনলেন সেই লাল পাঞ্জাবি, হাত ভরে মেহেদি দিলেন, দাওয়াত করলেন, আরোও কতো কী, চোখে যেন হাজারো স্বপ্ন…
সকালবেলা উঠলেন, চা খেলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন। বাসায় এসে মাকে বললেন— “একটু ঘুমাই…”
দরজা-জানালা বন্ধ করলেন… তারপর..
একটু পর সবাই এসে দেখে— গলায় দড়ি দিয়ে ফাঁস… নিথর দেহ।
স্ত্রীর কথা মত সেই লাল পাঞ্জাবি পরে আর বিয়েতে যাওয়া হলো না সুমনের। লাল পাঞ্জাবির বদলে তার ভাগ্যে জুটলো সাদা কাফনের কাপড়। নিজেকে মেহেদি রঙে রাঙিয়ে,
আজ সকাল ৮:৩০ মিনিটে এই রঙিন দুনিয়া ছেড়ে চোখ বন্ধ করে চলে গেলেন দুনিয়ার সকল মায়া ত্যাগ করে।
সেই সাথে থেমে গেল একটি প্রাণ, একটি স্বপ্ন, একটি গল্প.. চিরতরে।
সাধারণের চাওয়া, আল্লাহতাআলা পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন, সুমনকে ক্ষমা করুন, শান্তি দিন তাঁর আত্মাকে।
রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের খেজুর করখন্ড গ্রামের ওসমান আলীর একমাত্র ছেলে সুমন হোসেন (২৫) আজ নিজ ইচ্ছায় (গলায় ফাঁস দিয়ে) পরপারে পাড়ি জমিয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাকে বেলা ৩ ঘটিকার সময় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।ছেলেটি মাদকাসক্ত ছিল বলে জানিয়েছেন অনেকে।
Join forces with us and profit from every click! https://shorturl.fm/TSdvr