১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫
Reporter Name
- Update Time : ০২:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৭০ Time View

স্টাফ রিপোর্টার
:মো: আতিকুর রহমান৷
রাজশাহী কাটাখালীতে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিনের বিপুল পরিমাণ গাজার চালানসহ ৩ জন গ্রেফতার। ৪ অক্টোবর রাত ২ ঘটিকায় রাজশাহীর কাটাখালীতে এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩ কেজি ৮৫০ গ্রাম, মোবাইল-০৩ টি, সীম-০৩ টি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী বোয়ালিয়া থানার শিরোইল এলাকার মোঃ এনায়েত খাঁর ছেলে আশাদ খাঁ (২১), কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকার মৃত পালু মন্ডলের ছেলে মোঃ মেহেদী হাসান (২৪), মৃত পলানের মেয়ে মোছাঃ সাবিনা বেগম (৪০)।
বিস্তারিত এরই ধারাবাহিকতায় অক্টোবর ২০২৫ তারিখ রাত্রী -০০.৩০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি ১। মোঃ আশাদ খাঁ (২১), পিতা-মোঃ এনায়েত খাঁ, মাতা-মোসাঃ লেবিনা বেগম, সাং-শিরোইল, থানা-বোয়ালিয়া, ২। মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-মৃত পালু মন্ডল, ৩। মোছাঃ সাবিনা বেগম (৪০), পিতা-মৃত পলান, স্বামী-মৃত পালু মন্ডল, উভয় সাং-মিরকামারী পশ্চিমপাড়া, থানা-কাটাখালী, সর্ব রাজশাহী মহানগরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অবৈধ মাদকদ্রব্য গাঁজা-৫৩ কেজি ৮৫০ গ্রাম, মোবাইল-০৩ টি, সীম-০৩ টি উদ্ধার করে।

র্যাব-৫ সিপিএসসি, রাজশাহী এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় জনৈকা জেসমিন ওরফে বিবিজান নামক এক মহিলা মাদক ব্যবসায়ী দেশের বিচ্ছিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে এসে রাজশাহী মহানগরীতে বিক্রয় করে আসছে। তিনি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে গাঁজা আনা-নেয়া, বিক্রয় ও লেনদেন করে থাকেন। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামিদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং উক্ত তারিখ রাতে একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের বসতবাড়ীর মধ্যে নিজ শয়ন কক্ষের খাটের নীচে কার্টুনের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৫৩ কেজি ৮৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, এই গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তাদের মাধ্যমে গাঁজা ডেলীভারী করানো হতো। পরবর্তীতে জেসমিন এর বাড়ি তল্লাশি করা হলেও সে সুকৌশলে পলায়ন করতে সক্ষম হয়। জেসমিন এর বিরুদ্ধেও পলাতক মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে।
উক্ত ধৃত আসামিগন ও পলাতক আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Tag :
























