রাকসু নির্বাচনে শিবগঞ্জের পাঁচ শিক্ষার্থী নির্বাচিত
- Update Time : ০২:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২৬ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২০২৫–এ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁচ শিক্ষার্থী বিভিন্ন পদে জয়লাভ করেছেন। তাঁরা সবাই শিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
শিবগঞ্জ উপজেলার চকনাধড়া, চককীর্তি গ্রামের মোহা. জালাল উদ্দীনের মেয়ে মরিয়ম খাতুন জামিলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি তাপসী রাবেয়া হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন।
মির্জাপুর, দাইপুখুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রানু আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সৈয়দ আমীর আলী হল সংসদের সহ–সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মনাকষা ইউনিয়নের হাঙ্গামি গ্রামের মো. বাইরন আলীর ছেলে মো. রায়হান আলী, রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, শেরে বাংলা ফজলুল হক হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন।
দেবীনগর গ্রামের মো. তাজামুল ইসলামের ছেলে মো. সাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী, মাদার বখ্শ হল সংসদের ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সহকারী সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
এছাড়া, পুরাতন ভান্ডার, শ্যামপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে মো. রায়হান আলী, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সৈয়দ আমীর আলী হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে শিবগঞ্জের এই পাঁচ শিক্ষার্থীর সাফল্যে এলাকায় উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁদের এই জয় শিবগঞ্জের শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব ও অংশগ্রহণের প্রতিফলন।
মোঃ জালাল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জ

























