রক্তের খরস্রোত ——— মঞ্জুর হোসেন ঈসা

- Update Time : ০১:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ১৭০ Time View
এখনও গুমের খোঁজ মেলে না,
ইলিয়াস আলী, চৌধুরী আলম,
সুমন, পারভেজ—নামগুলো ঘুমায় না নিঃশব্দে।
প্রতীক্ষা করে দরজার চৌকাঠে,
আত্মীয়ের চোখে জমে কুয়াশা।
মায়ের ডাক—হাজারো হাজেরা খাতুন
আর কত ডাকবে—
তুলি, আখিঁরা ছুটে বেড়ায় পথে প্রান্তরে।
শিশু মেঘ বড় হয়েছে,
তবু তার পিতা সাগর, মাতা রুনি
হত্যার বিচার আজো পায়নি।
এখানে সবাই চায়—
লাশ আর রক্ত!
এই তো, এই মাটিতেই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলো আবু সাঈদ,
রক্তে ভিজে লাল হয়েছিলো সাদা শার্ট—
স্বাধীনতার স্বপ্নে ভেজা একটা প্রহর।
ঐ যে মীর মুগ্ধ,
পানি হাতে পথে পথে বলেছিলো
“পানি লাগবে, পানি?”
সেই ধ্বনি আজো বাংলার বাতাসে গুঞ্জন তোলে।
রক্তখেকো বাংলা—
একাত্তর থেকে চব্বিশে জুলাই অবধি
বয়ে চলে রক্তের বন্যা,
তবুও রাক্ষসীর তৃষ্ণা মিটে না!
একটি ফুলকে বাঁচাতে
আর কত প্রাণ ঝরবে?
একটি পতাকা রক্ষায়
আর কত মায়ের বুক খালি হবে?
আর কত বোনের সম্ভ্রম গেলে—
তবে কি দেশমাতা নিশ্চিন্তে ঘুমাবে?
আর কত অপেক্ষা?
আর কত সংগ্রাম?
নতুন বাংলাদেশ—
কবে হবে নির্মাণ