০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

যেকোনো সংগ্রামের জন্যে আলেমদের প্রস্তুত থানেজামকতে হবে –মাওলানা আবদুল লতিফ নেজামী(রহ:)

Reporter Name
  • Update Time : ০২:২৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ৯৩ Time View
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০১৬
যেকোনো সংগ্রামের জন্যে আলেমদের প্রস্তুত থাকতে হবে
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ময়মনসিংহ নেজামে ইসলাম পার্টির প্রতিনিধি সম্মেলনে বলেছেন যে, আলেম সমাজকে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত, বিশ্বাসে বলীয়ান এবং যেকোনো সংগ্রামের জন্যে প্রস্তুত থাকতে হবে ।
তিনি বলেন, আলেমদের ইস্পাত কঠিন সংগ্রামী চেতনা-সম্বলিত ঐক্যবদ্ধ নেতৃত্বের মুখে ইসলাম বিরোধীদের উদ্ধত আচরণ, চক্রান্ত ও ষড়যন্ত্র পরাজিত হতে বাধ্য। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকসহ জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নেমে আসা ধস এবং সর্বব্যাপক নৈরাশ্যের কবল থেকে উত্তরণে ইসলামভিত্তিক জাতীয় ঐক্যের বিকল্প নেই।
বৃহস্পতিবার বিকেলে নেজামে ইসলাম পার্টির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মাওলানা নেজামী এসব কথা বলেন। অধ্যক্ষ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে স্থানীয় ইতিকথা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবদুর রশিদ মজুমদার, অধ্যাপক এহতেশাম সরওয়ার, মাওলানা একেএম আশরাফুল হক, মুফতি এএনএম জিয়াউর হক মজুদার, সৈয়দ মুহাম্মদ আহসান, মাওলানা শরিফুল রহমান, মাওলানা নূরুজ্জামান, মাওলানা আবদুল কাদির, মাওলানা সাদিকুর রহমান রাশেদ, মাওলানা খায়রুল ইসলাম ও মাওলানা মতিউর রহমান।
আবদুল লতিফ নেজামী বলেন, নির্বাচনকালীন সরকারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বাস্তবতা উপলব্ধি ও অনুধাবন না করায় এবং গণতান্ত্রিক রীতি-নীতি প্রবহমান না থাকাই বিদ্যমান রাজনৈতিক সংকট সৃষ্টির অন্যতম কারণ। ফলে দেশ আজ ফেতনা-ফাসাদ, সহিংসতা, উগ্রতা, নাশকতা-নৃশংসতা, হিংসা ও বিদ্বেষের অনলে নিক্ষিপ্ত। প্রতিহিংসাপরায়নতা ও অনমনীয় মনোভাব অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠবে। এর ফলে অদৃশ্য শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠবে। আর এই সুযোগ দেয়া হলে বাংলাদেশের রাজনীতিতে কখনই স্বস্তি ফিরে আসবে না।
সভায় কওমী মাদরাসা সনদের স্বীকৃতি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি-সম্বলিত আইন পাশ, ইসলামিয়াত বিষয়ের প্রাধান্য বজায় রেখে আলিয়া মাদরাসা শিক্ষার সিলেবাস সংশোধন, আলেমদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার, সকলের কাছে গ্রহণযোগ্য পন্থায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ গ্রহণ, সীমান্তে হামলা বন্ধ ও পানি আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ, গুম-খুন, রাহাজানি, ঘুষ-দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

2 thoughts on “যেকোনো সংগ্রামের জন্যে আলেমদের প্রস্তুত থানেজামকতে হবে –মাওলানা আবদুল লতিফ নেজামী(রহ:)

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

যেকোনো সংগ্রামের জন্যে আলেমদের প্রস্তুত থানেজামকতে হবে –মাওলানা আবদুল লতিফ নেজামী(রহ:)

Update Time : ০২:২৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০১৬
যেকোনো সংগ্রামের জন্যে আলেমদের প্রস্তুত থাকতে হবে
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ময়মনসিংহ নেজামে ইসলাম পার্টির প্রতিনিধি সম্মেলনে বলেছেন যে, আলেম সমাজকে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত, বিশ্বাসে বলীয়ান এবং যেকোনো সংগ্রামের জন্যে প্রস্তুত থাকতে হবে ।
তিনি বলেন, আলেমদের ইস্পাত কঠিন সংগ্রামী চেতনা-সম্বলিত ঐক্যবদ্ধ নেতৃত্বের মুখে ইসলাম বিরোধীদের উদ্ধত আচরণ, চক্রান্ত ও ষড়যন্ত্র পরাজিত হতে বাধ্য। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকসহ জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নেমে আসা ধস এবং সর্বব্যাপক নৈরাশ্যের কবল থেকে উত্তরণে ইসলামভিত্তিক জাতীয় ঐক্যের বিকল্প নেই।
বৃহস্পতিবার বিকেলে নেজামে ইসলাম পার্টির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মাওলানা নেজামী এসব কথা বলেন। অধ্যক্ষ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে স্থানীয় ইতিকথা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবদুর রশিদ মজুমদার, অধ্যাপক এহতেশাম সরওয়ার, মাওলানা একেএম আশরাফুল হক, মুফতি এএনএম জিয়াউর হক মজুদার, সৈয়দ মুহাম্মদ আহসান, মাওলানা শরিফুল রহমান, মাওলানা নূরুজ্জামান, মাওলানা আবদুল কাদির, মাওলানা সাদিকুর রহমান রাশেদ, মাওলানা খায়রুল ইসলাম ও মাওলানা মতিউর রহমান।
আবদুল লতিফ নেজামী বলেন, নির্বাচনকালীন সরকারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বাস্তবতা উপলব্ধি ও অনুধাবন না করায় এবং গণতান্ত্রিক রীতি-নীতি প্রবহমান না থাকাই বিদ্যমান রাজনৈতিক সংকট সৃষ্টির অন্যতম কারণ। ফলে দেশ আজ ফেতনা-ফাসাদ, সহিংসতা, উগ্রতা, নাশকতা-নৃশংসতা, হিংসা ও বিদ্বেষের অনলে নিক্ষিপ্ত। প্রতিহিংসাপরায়নতা ও অনমনীয় মনোভাব অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠবে। এর ফলে অদৃশ্য শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠবে। আর এই সুযোগ দেয়া হলে বাংলাদেশের রাজনীতিতে কখনই স্বস্তি ফিরে আসবে না।
সভায় কওমী মাদরাসা সনদের স্বীকৃতি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি-সম্বলিত আইন পাশ, ইসলামিয়াত বিষয়ের প্রাধান্য বজায় রেখে আলিয়া মাদরাসা শিক্ষার সিলেবাস সংশোধন, আলেমদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার, সকলের কাছে গ্রহণযোগ্য পন্থায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ গ্রহণ, সীমান্তে হামলা বন্ধ ও পানি আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ, গুম-খুন, রাহাজানি, ঘুষ-দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।