মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র (আদাবর শাখা) – নতুন কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Update Time : ০৩:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১৩৭ Time View
রাজধানীর নবোদয় হাউজিং-এর নন্দন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, আদাবর শাখা-এর নতুন কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এস এম মোমো।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, যিনি বলেন:
“নারী ও শিশুদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। grassroots পর্যায়ে কাজ করার জন্য মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র-এর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
নারী জাগরণ এর নির্বাহী পরিচালক পারভীন আরা পপি, নারী নেত্রী ইলোরা ইয়াসমিন মুক্তি, সীমা পুষ্প, মনিরা বুলবুল,তাবাসুম ইসলাম,শারমিন আক্তার,লায়লা আক্তার, এবং বিশিষ্ট ব্যাংকার মো.মোস্তাফিজুর রহমান খান।
এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তা ও শিশুবিকাশ কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
সংগঠন পরিচিতি:
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র একটি স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা নারী ও শিশুর স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা এবং স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।(সংবাদ বিজ্ঞপ্তি )
Get started instantly—earn on every referral you make! https://shorturl.fm/09JMb
Monetize your audience—become an affiliate partner now! https://shorturl.fm/xpIT4