মেরাদিয়ায় পশুর হাট বসানো সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট

- Update Time : ০৯:৪৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১৬৭ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
সরকার ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়ায় পশুর হাট বসানো নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সেইসঙ্গে মেরাদিয়ার ওই এলাকায় পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ডিএসসিসি এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল দিয়েছে আদালত।
ডিএসসিসির ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ ও রুল দেন।
রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ খুররম শাহ মুরাদ বলেন, হাইকোর্টের আদেশের পর মেরাদিয়া এলাকায় কোনো পশুর হাট বসানো যাবে না।
তিনি বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত জানিয়ে একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বনশ্রীর বাসিন্দা শাহাবুদ্দিন সরকার হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।
তিনি বলেন, বনশ্রী একটি আবাসিক এলাকা। মেরাদিয়ায় যদি পশুর হাট বসানো হয়, তাহলে তা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়বে। এতে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হবে বলে যোগ করেন এই আইনজীবী।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি ৩ মাসের জন্য বিজ্ঞপ্তি স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসলে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল।
Very good https://is.gd/N1ikS2
Awesome https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Awesome https://is.gd/N1ikS2